<p style="text-align:justify">মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বোন ও ছোট ভাইয়েরে বউকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আরেক ভাইয়ের বিরুদ্ধে। আজ শনিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বড় ভাই মহিবুল ইসলাম ওহিদ রামদা দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় বলে অভিযোগ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েলকে শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728719725-b1b2f18193dc99a1a760ace02ead45b1.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েলকে শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/12/1434361" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও অন্য বোন শামীমা আক্তার। আহতরা মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।</p> <p style="text-align:justify">নিহত জাকিয়া অভিযুক্ত ওহিদের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।</p> <p style="text-align:justify">গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানিয়েছেন তিনি।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানান,  পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। ঘটনার দিন সকালে নিহত জোছনা খাতুন অপর বোন শামীমা খাতুন তাদের পিতার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728719049-467d66ee01221f590436ad692fefd7e7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434359" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সকালে সবাই মিলে বাড়িতে মীমাংসায়ও বসেছিলেন। মীমাংসার একপর্যায়ে বোন জোছনা, ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ইসলাম ওহিদ ধারালো রামদা দিয়ে একের পর এক কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া।</p> <p style="text-align:justify">অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক বলে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টাইমস-এর সেরা তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি-বুয়েট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728718877-ebb7ba558acd451bd11fbba74ae8acf9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টাইমস-এর সেরা তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি-বুয়েট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/12/1434358" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">খবর পেয়ে গাংনী থানার ওসি তাজুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</p>