গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে তার স্ট্যাটাস ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি। এবার এমনই এক ঘটনায় আর উঠে এলো তার নাম। তবে এবার আর তিনি স্ট্যাটাস দেননি।
গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে তার স্ট্যাটাস ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি। এবার এমনই এক ঘটনায় আর উঠে এলো তার নাম। তবে এবার আর তিনি স্ট্যাটাস দেননি।
সম্প্রতি শবনম ফারিয়ার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে অন্তবর্তী সরকারের বিষয়ে বেশ সমালোচনা করতে দেখা গেছে তাকে। পোস্টে তিনি এটিও উল্লেখ করেছেন যে, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। ফারিয়ার এই পোস্ট ঘিরে বেশ উত্তাল সামাজিক মাধ্যম।
ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত।
হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না।
অভিনেত্রী আরো লিখেছেন, “স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে’, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।”
বর্তমানে অভিনয় থেকে কিছুটা নিজেকে আড়াল রাখতে দেখা যাচ্ছে শবনম ফারিয়াকে। পর্দায় আগের মতো নিয়মিত নেই। তবে এবার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফারিয়া। বিচারক হিসেবে পর্দায় ফিরতে চলেছেন। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি।
সম্পর্কিত খবর
সদ্য সমাপ্ত হওয়া ঈদুল ফিতরে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে তানিম রহমান অংশু পরিচালিত এক ঘণ্টার ফিকশন ‘খালিদ’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। আর এই ফিকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এতে ব্যবহৃত ‘আসো না’ গানের সুর ও সংগীত করেছেন ই কে মজুমদার ইস্তি।
‘খালিদ’ নিয়ে নেটিজেনদের আলোচনার পাশাপাশি এতে ইস্তির করা বিজিএম এবং একমাত্র গানটিও বেশ প্রশংসা কুড়িয়েছে।
রবিউল ইসলাম জীবনের লেখা ‘আসো না’ গানটির দুটি ভার্সন তৈরি করেছেন ইস্তি। যার একটিতে কণ্ঠ দিয়েছেন শাফাত শামস। যেটি ইউটিউবে প্রমোশনাল হিসেবে প্রকাশিত হয়েছে।
‘খালিদ’ এর কাজ প্রসঙ্গে ই কে মজুমদার ইস্তি বলেন, ‘এই কাজটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণটা হলো গল্প। যারা এটি দেখেছেন তারা জানেন এই গল্পটা কতটা টান টান উত্তেজনার মধ্যে এগিয়েছে।
এটি ছাড়াও ঈদের তিনটি নাটকে শোনা গেছে ইস্তির বিজিএম। এগুলো হলো- এ কে পরাগ পরিচালিত মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান অভিনীত ‘লাইজু’, একই নির্মাতার পরিচালনায় মুশফিক আর ফারহান-সাফা কবির অভিনীত ‘হাউকাউ’ এবং ইসতিয়াক আহমেদ রুমেল পরিচালিত জিয়াউল হক পলাশ-পারসা ইভানা অভিনীত ‘হোসেন এর গল্প’।
এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ‘বঙ্গ’তে আসছে ইস্তির বিজিএম করা ‘ননসেন্স’। রাকেশ বসুর পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এই কাজটি নিয়ে বেশ আশাবাদী তরুণ এই সংগীত পরিচালক।
টেইলর সুইফটের সঙ্গে দীর্ঘ প্রায় ১০ বছরের বন্ধুত্ব এড শিরানের। সম্প্রতি ‘কল হার ড্যাডি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অনেক কিছু শেয়ার করেছেন গ্র্যামিজয়ী এই গায়ক-গীতিকার। সেই সঙ্গে ২০১৩ সালের রেড ট্যুরে একসঙ্গে সময় কাটানো এবং দুজনের ব্যস্ততা থাকা সত্ত্বেও কীভাবে তারা ঘনিষ্ঠ থাকতে পেরেছিলেন সে সম্পর্কেও স্মৃতিচারণ করেছেন তিনি।
টেইলর সুইফট বর্তমানে ট্র্যাভিস কেলসের সাথে ডেটিং করছেন।
কল হার ড্যাডি পডকাস্টে উপস্থিত হয়ে সুইফটের সঙ্গে ঘনিষ্টতা প্রসঙ্গে এড শিরান বলেন, ২০১৩ সালের রেড ট্যুরের সময় আমাদের একসঙ্গে কাটানো সেই অভিজ্ঞতাগুলো মনে পড়ে।
তিনি জানান যে, বছরের পর বছর তারা ব্যস্ত সময়সূচী এবং কঠোর ক্যারিয়ারের মধ্যেও তাদের বন্ধন বজায় রাখতে পেরেছেন।
বন্ধুত্বের প্রথম দিনগুলো সম্পর্কে বলতে গিয়ে, এড শিরান টেইলর সুইফটের সঙ্গে ভ্রমণে তারা কতটা সময় একসঙ্গে কাটিয়েছেন তা তুলে ধরেন।
‘আমি আক্ষরিক অর্থেই প্রায় ছয় মাস তার সঙ্গে প্রায় প্রতিটি দিন কাটিয়েছি,’ বলেন তিনি। ‘আমি এবং সে ন্যাশভিলে থাকতাম এবং আমরা একসঙ্গে গিগগুলোতে যাতায়াত করতাম।’
সেই সময়ের কথা মনে করিয়ে দেওয়ার সময় তাদের মধ্যে দৃঢ় বন্ধন ছিল, উল্লেখ করেন এড শিরান।
রেড ট্যুর উভয় সঙ্গীতশিল্পীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এবং তারা যে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছিলেন তা এখনও শিরানের জন্য অর্থ বহন করে।
আমি মনে করি সেই সময়টাতে, আমি জানি, আমি যখন তাকে দেখি তখন তাকেই দেখি, বললেন এড। তার সঙ্গে আমার বছরে চারবার দেখা হয়। প্রতিবার আমরা যা বলি ঠিক তাই করি, যেমন দুজনের একসঙ্গে বসা, ৬ ঘণ্টার ক্যাচ-আপ ইত্যাদি।
শিরান প্রায়শই তাদের সম্পর্ক কতটা সহজ এবং অকৃত্রিম তা তুলে ধরেন। যদিও তারা এখন ভিন্ন শহরে বাস করে এবং তাদের দুজনেরই ব্যস্ততা রয়েছে, তবুও তারা সাক্ষাতের জন্য সময় বের করে নেয়, প্রায়শই যখনই তারা পুনরায় মিলিত হয় তখন ঘন্টার পর ঘন্টা কথোপকথনে সময় পার করেন।
এই আলোচনাগুলোকে থেরাপিউটিক হিসাবে বর্ণনা করে শিরান বলেছেন যে, টেইলর হলেন সেই কয়েকজনের মধ্যে একজন যারা সত্যিই তাদের সাফল্যের সঙ্গে আসা চাপ এবং বিচ্ছিন্নতা বোঝেন।
তাদের বন্ধুত্ব কেবল আড্ডা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। টেইলর-শিরান ‘এভরিথিং হ্যাজ চেঞ্জড’, ‘এন্ড গেম’ এবং ‘দ্য জোকার অ্যান্ড দ্য কুইন’ এর মতো বেশ কয়েকটি গানে একসঙ্গে কাজ করেছেন। এই প্রজেক্টগুলো তাদের সৃজনশীল রসায়ন এবং একে অপরের শৈল্পিকতার প্রতি আস্থা প্রতিফলিত করে।
এর বাইরে শিরান সুইফটের কাজের নীতির প্রশংসাও করেছেন, তাকে তার পরিচিত সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিদের একজন বলেও অভিহিত করেছেন।
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা-য় ইতিহাস তৈরি করতে যাচ্ছেন শাহরুখ খান। তার ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত। শাহরুখ এই মুহূর্তে তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। উপরন্তু আইপিএল-এর মৌসুমে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে।
জল্পনার সূত্রপাত, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা- “অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে।
ক্যাপশনে উল্লেখ- ‘এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।
গতবার সব্যসাচীর পোশাকে রেড কার্পেটে মাতিয়েছিলেন আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। যদিও এমন জল্পনায় এখনো কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ।
ভারতীয় সুন্দরীরা বেশ অনেক বছর আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন।
প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে।
অনৈতিকতার অভিযোগ এনে হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। সেই সঙ্গে জানিয়েছেন, শোবিজের নোংরা পরিবেশের আর অংশ থাকতে চান না তিনি।
কালের কণ্ঠকে নেহা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দুটি সিনেমা থেকে তাকে অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে সিনেমা দুটি নিয়ে সরাসরি কিছুই বলতে চাননি তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ একদিনের শুটিং করেছিলেন নেহা। কিন্তু তারপরেই তাকে এ সিনেমাটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এছাড়া আসন্ন ঈদে অন্য আরেক পরিচালকের আরেকটি সিনেমাতেও কাজ করার কথা ছিল তার। সবকিছু চূড়ান্ত থাকার পরেও সেই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়।
সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান নেহা। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। জনপ্রিয়তা, ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন।
পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না উল্লেখ করে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না।
উল্লেখ্য, ২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজ যাত্রা শুরু করেছিলেন নিদ্রা নেহা। বিজ্ঞাপনে কাজ করার পর তার অভিনয়ে অভিষেক হয় ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে। এরপর বেশ কিছু নাটক ও সিরিজে দেখা গেছে তাকে। গেল বছরে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।