<p>গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে তার স্ট্যাটাস ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি। এবার এমনই এক ঘটনায় আর উঠে এলো তার নাম। তবে এবার আর তিনি স্ট্যাটাস দেননি। তার নামে ভুয়া এক স্ট্যাটাসের জেরেই চলছে তোলপাড়! </p> <p>সম্প্রতি শবনম ফারিয়ার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে অন্তবর্তী সরকারের বিষয়ে বেশ সমালোচনা করতে দেখা গেছে তাকে। পোস্টে তিনি এটিও উল্লেখ করেছেন যে, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। ফারিয়ার এই পোস্ট ঘিরে বেশ উত্তাল সামাজিক মাধ্যম। অবশেষে ভাইরাল হওয়া সেই ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, পোস্টটি এডিট করা। তিনি দেননি।</p> <p>ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’</p> <p><iframe frameborder="0" height="800" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FFariaSabnamTripti%2Fposts%2Fpfbid036Wtz4etUy6CFEavjbaj9SJHb34BdyoH6jtwSQ7i4sVanWvkxR3FxbC2ZWtFsEHxpl" width="450"></iframe></p> <p>হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই । গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’</p> <p>অভিনেত্রী আরো লিখেছেন, “স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে’, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।”</p> <p>বর্তমানে অভিনয় থেকে কিছুটা নিজেকে আড়াল রাখতে দেখা যাচ্ছে শবনম ফারিয়াকে। পর্দায় আগের মতো নিয়মিত নেই। তবে এবার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফারিয়া। বিচারক হিসেবে পর্দায় ফিরতে চলেছেন। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি।</p>