<p style="text-align:justify">মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে উচ্ছ্বসিত ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সমর্থকরা ট্রাম্পের জয় উদযাপন করছেন বলে জানিয়েছে রয়টার্স।</p> <p style="text-align:justify">তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এমন একজন মিত্র, যিনি ইসরায়েলকে ‌‘নিঃশর্তভাবে’ সমর্থন করবেন।</p> <p style="text-align:justify">অন্যদিকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহু বলেছেন, এটি ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন। আমেরিকার জন্য যা নতুন সূচনা। যা ইসরায়েল ও আমেরিকার মধ্যেও শক্তিশালী সম্পর্ককে আরো দৃঢ় করবে।</p> <p style="text-align:justify">শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে জয় নিশ্চিত করেছেন তিনি। বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস এ তথ্য জানিয়েছে।</p>