<p>ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার কারণে ত্রিপুরা সরকার আজ মঙ্গলবার তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। </p> <p>পরবর্তী যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে চব্বিশ ঘণ্টা মোবাইল টহলসহ হাইকমিশন ভবনের চারপাশে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।</p> <p>দায়িত্বে অবহেলার দায়ে যে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন- উপপরিদর্শক দিলু জামাতিয়া, জয়নাল হোসেন এবং সার্জেন্ট দেবব্রত সিনহা।</p> <p>ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজ মঙ্গলবার বলেছেন, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। </p> <p>পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এই তদন্তভার পড়েছে সাউদার্ন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের ওপর (ডিআইজি)। এ ঘটনায় সাব-ইন্সপেক্টর দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষকে বদলি করা হয়েছে।’ দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।</p> <p>গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া হয়।</p> <p>এ ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এ ধরনের কাজ একেবারেই অগ্রহণযোগ্য।’</p> <p>কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। </p> <p>সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস</p>