<p>নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার সশস্ত্র যোদ্ধাদের হুঁশিয়ারি দিয়েছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই গাজায় জিম্মিদের মুক্তি দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন। </p> <p>মার্কিন নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সবচেয়ে কঠোর বার্তা। স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে।’</p> <p>বার্তায় ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে যাদের জিম্মি হিসেবে বন্দি রাখা হয়েছে, তাদের মুক্তির জন্য সবাই সরব। কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না।’ গাজার জিম্মিদের উল্লেখ করা হলেও, ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের বিষয়ে কিছু বলা হয়নি।</p> <p>তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেউ এত বড় আঘাত পায়নি, যেটা দায়ীদের জন্য অপেক্ষা করছে। এখনই জিম্মিদের মুক্তি দিন।’ </p> <p>২০২৩ সালের ৭ সেপ্টেম্বর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। তখন এ হামলায় এক হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। ভয়াবহ এ অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৪ হাজার ৪০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন বহু মানুষ।</p> <p>সূত্র : আলজাজিরা</p>