<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজার যুদ্ধবিরতি নিয়ে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন হামাস প্রতিনিধিরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দুই কর্মকর্তা গতকাল  সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, গত রবিবার সন্ধ্যায় কায়রোয় মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ, ত্রাণ সরবরাহ এবং রাফাহ ক্রসিং খোলার বিষয়ে আলোচনা করেছেন। হামাসের আরেক কর্মকর্তা বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, মিসর, কাতার ও তুরস্ক গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে চুক্তিতে পৌঁছতে প্রবল প্রচেষ্টা চালাচ্ছে। হামাসের এই দুই কর্মকর্তাই কায়রোয় আলোচনায় উপস্থিত ছিলেন। হামাস কর্মকর্তারা বলেন, লেবাননের মতো গাজায় যুদ্ধবিরতি দিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরে চাপ দেয়, সেটির অপেক্ষায় আছে ফিলিস্তিনি জনগণ। এদিকে জাবালিয়ায় আবাসান আল কবিরাসহ গাজার বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করেই চলেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত এবং ১০৮ জন আহত হয়েছে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>