<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে মুখোমুখি বিতর্কের অভিজ্ঞতা না থাকায় কমলা ট্রাম্পকে কিভাবে মোকাবেলা করবেন, তা নিয়ে চলছে জল্পনা। কারণ সবশেষ প্রেসিডেনশিয়াল বিতর্কে অভিজ্ঞ ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়ে নির্বাচনী লড়াই থেকেই কাটা পড়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের নাম। ট্রাম্পের সমর্থকরা বলছেন, বিতর্কে ট্রাম্পের সামনে দাঁড়াতেই পারবেন না কমলা। যদিও বিশ্লেষকরা বলছেন, কয়েকটি বিষয় মাথায় রাখলে ট্রাম্পকে হারাতে পারবেন কমলা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্লেষকদের ভাষ্য, কমলা যদি চাপ সহ্য করতে পারেন এবং ট্রাম্পের চোখে চোখ রেখে লড়াই করতে পারেন, তাহলে বিতর্কে তাঁর জয়ের একটি তাৎপর্যপূর্ণ সুযোগ তৈরি হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি আয়োজিত বিতর্কটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টা) হওয়ার কথা। এই বিতর্কে কমলার ভালো ফলাফল করার তাৎপর্য অনেক। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যের সিদ্ধান্তহীন ভোটারদের কমলা আশ্বস্ত করতে পারবেন যে এসব ভোটারের জীবনমান উন্নয়নের জন্য তাঁর কাছে যৌক্তিক পরিকল্পনা আছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা পোলের জরিপে দেখা গেছে, এসব ভোটারের ২৮ শতাংশ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পর্কে আরো বেশি জানতে চান। আর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র ৯ শতাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিভাবে এসব ভোটারের সমর্থন আদায় করা যায়, কমলা স্পষ্টতই তা নিয়ে ভাবছেন। উদাহরণস্বরূপ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাইডেনের চেয়ে বেশি উদ্বেগ দেখিয়েছেন কমলা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে লাগাম টানার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি বলেছেন, যাঁরা প্রথমবারের মতো বাড়ি কিনতে চান, তাঁদের ২৫ হাজার ডলার ডাউনপেমেন্ট দেওয়া হবে এবং বাড়িভাড়া আরো সাশ্রয়ী করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে বিতর্কে সাফল্য পেতে তিনটি কঠিন কাজ করতে হবে ভাইস প্রেসিডেন্ট কমলাকে। প্রথমত, বিতর্কে ট্রাম্পের সম্ভাব্য আক্রমণাত্মক ও মিথ্যা বক্তব্য এবং কমলার নিজের বার্তার মধ্যে অবশ্যই একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার এক সাক্ষাৎকারে কমলা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার মনে হচ্ছে, ট্রাম্প বিতর্কে মিথ্যা কথা বলবেন, যেমনটা তিনি অতীতে করেছেন। জানেনই তো, সাবেক প্রেসিডেন্ট ওবামা বা হিলারি ক্লিনটনকে কিভাবে আক্রমণ করেছিলেন ট্রাম্প।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, আমেরিকার জনগণের জন্য নয়, বরং নিজের জন্য লড়াই করার প্রবণতা রয়েছে ট্রাম্পের মধ্যে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয়ত, কমলার প্রচারাভিযানের যে অন্তর্নিহিত দ্বন্দ্ব রয়েছে, সেটিকে নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসতে হবে। কমলার বিরুদ্ধে অভিযোগ, একটি অজনপ্রিয় প্রশাসনের অংশ হওয়া সত্ত্বেও তিনি পরিবর্তন ও রূপান্তরের প্রতিনিধি হিসেবে নিজেকে জাহির করতে চাইছেন। যুক্তরাষ্ট্রের অনেক সমস্যার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে থাকেন ট্রাম্প আর কমলা সেসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই সঙ্গে অর্থনীতি ও অভিবাসন ব্যবস্থাপনার মতো দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কমলাকে সতর্ক থাকতে হবে। কারণ জরিপে এই দুটি বিষয়ে ট্রাম্পের চেয়ে পেছনে ছিলেন কমলা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৃতীয়ত, কমলার বিরুদ্ধে ফ্র্যাকিং ও সীমান্ত বিষয়ক নীতি থেকে সরে আসার যে অভিযোগ উঠেছে, তা খণ্ডনের উপায় খুঁজে বের করতে হবে। যদিও সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কমলা বলেছেন, আগের অবস্থান থেকে সরে এলেও নিজের নীতি পরিবর্তন করেননি তিনি। তবে ট্রাম্প শিবির দাবি করেছে, নির্বাচনে জিতলে কমলার আসল চেহারা প্রকাশ পাবে। সূত্র : সিএনএন</span></span></span></span></p> <p> </p>