<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার দিনের সফরে ভারতে এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। গতকাল রবিবার বিকেলে দিল্লির বিমানবন্দরে পৌঁছান তিনি। ১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন তিনি। চার দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুইজ্জুর। পাশাপাশি ভারত সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে পরস্পরের স্বার্থ জড়িত এমন একাধিক বিষয়ে মোদি ও মুর্মুর সঙ্গে আলোচনা হতে পারে মুইজ্জুর। মালদ্বীপের প্রেসিডেন্টের এবারের ভারত সফরে কোন কোন বিষয়ে আলোচনা হয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। গত বছর মুইজ্জু মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে দেশটির টানাপড়েন বাড়ে। সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্ককে মসৃণ করতে সচেষ্ট হয়েছে মালদ্বীপ। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও এসেছিলেন মুইজ্জু। সম্প্রতি ভারতে এসেছিলেন মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>