<p>ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিক্রিয়ায় জার্মানিতে থাকা তিনটি ইরানি কনস্যুলেট বন্ধ ঘোষণা করা হয়েছে।</p> <p>গত বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক টেলিভিশনে দেওয়া ভাষণে ফ্রাংকফুর্ট, মিউনিখ ও হামবুর্গে অবস্থিত ইরানি কনস্যুলেট বন্ধের ঘোষণা দেন।</p> <p>তিনি বলেন, আমরা তেহরানকে একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছি, একজন জার্মান নাগরিকের মৃত্যুদণ্ডের পরিণতি হবে গুরুতর।</p> <p>গত সোমবার জামশিদ শারমাহদের ফাঁসি ঘোষণা দেওয়া হলে তা কূটনৈতিক প্রতিবাদ উসকে দেয়। চ্যান্সেলর ওলাফ শোলত্জ এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে একটি ‘কেলেঙ্কারি’ আখ্যায়িত করেন।</p> <p>বায়েরবক বলেন, ‘এটি স্পষ্ট, এ হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির আলোকে ঘটেছে। এটি (ইরানের) স্বৈরচারী অন্যায় শাসনের উদাহরণ। তারা স্বাভাবিক কূটনৈতিক যুক্তি অনুসারে কাজ করে না। আমাদের কূটনৈতিক সম্পর্ক এরই মধ্যে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে রয়েছে, এটা অকারণে নয়।’</p> <p>কনস্যুলেট বন্ধ করা হলে মোট ৩২ কনস্যুলারকর্মী প্রভাবিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা একে ‘অযৌক্তিক’ ও ‘ন্যায়সংগত হতে পারে না’ বলে নিন্দা জানিয়েছে এবং তেহরানে বার্লিনের রাষ্ট্রদূতকে তলব করেছে। ৬৯ বছর বয়সী শারমাহদকে ২০২৩ সালে ‘পৃথিবীতে অশান্তি সৃষ্টির’ দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ইরানের সুপ্রিম কোর্ট এ সাজা নিশ্চিত করে। সূত্র : এএফপি</p> <p> </p>