<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে এ ধরনের হামলা চালাতে অনুমতি দেওয়ার এক দিন পরেই এমন আক্রমণ চালাল কিয়েভ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গতকাল এক হাজার দিন পূর্ণ করেছে। এই দিনেই রাশিয়ার ভূখণ্ডে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দূরপাল্লার</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষেপণাস্ত্র</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিয়ে হামলার খবর এলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটির ধ্বংসাবশেষ থেকে সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেন, ওয়াশিংটন সংঘাতের উত্তেজনা বাড়িয়ে তোলার চেষ্টা করছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে যুদ্ধের এক হাজার দিন পূর্ণ</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হওয়া</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘিরে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্তায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের দেশ রাশিয়ার কাছে কখনোই নতি স্বীকার করবে না। মন্ত্রণালয় বলেছে, দখলদারদের কাছে ইউক্রেন কখনোই আত্মসমর্পণ করবে না। আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য রুশ সেনাবাহিনীকে শাস্তি দেওয়া হবে। যুদ্ধের এক হাজারতম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ইউরোপীয় পার্লামেন্টে বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা। এদিকে যুদ্ধের এই এক হাজারতম দিনে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও তাদের হালনাগাদ করা পারমাণবিক তত্ত্বের অনুমোদন দিয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশের মদদে কোনো পারমাণবিক অস্ত্রহীন দেশ রাশিয়ায় আগ্রাসন চালায়, তাহলে সেটি যৌথ হামলা বলে বিবেচিত হবে। এর আগে মার্কিন এক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সবুজ সংকেত দিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গত সোমবার দিবাগত রাতে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামি অঞ্চলে ড্রোন হামলায় এক শিশুসহ আটজন নিহত হয়। গত রবিবার ওই অঞ্চলেই আরেকটি হামলায় ৮৯ জন নিহত হয়। ইউক্রেনের পুলিশ জানিয়েছে, হালখিভের আবাসিক ভবনে ড্রোন হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছে।  জেলেনস্কি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়া আমাদের সীমান্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করেই চলেছে। তাদের হামলায় এটিই নিশ্চিত হয় যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান যুদ্ধ চলতে থাকুক। তিনি শান্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী নন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : বিবিসি</span></span></span></span></p>