<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে সাতটি নতুন মামলায় ১৪ দিনের বিচারিক রিমান্ডে পাঠিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। গতকাল সোমবার এটিসির বিচারক আমজাদ আলী শাহর সভাপতিত্বে শুনানি চলাকালে নিউ টাউন থানার মামলার পাশাপাশি আরো ছয়টি মামলায় ইমরানের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত করা ছয়টি মামলায় শারীরিক রিমান্ডের আবেদন নাকচ করে গতকাল ইমরান খানকে বিচারিক রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচারিক রিমান্ড মঞ্জুর হওয়ার পর ইমরান খানকে কারা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ইমরান খানের সেল-৪-কে নিউ টাউন থানা হিসেবে মনোনীত করা হয়েছে। বিচারিক রিমান্ডে যাওয়ার পর তার সেল এখন আদিয়ালা কারাগারের অংশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ২৮ সেপ্টেম্বর, ৪ অক্টোবর এবং ৫ অক্টোবরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। তবে ২৪ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ২৮টি মামলায় তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। ২৮ সেপ্টেম্বর, ৪ অক্টোবর এবং ৫ অক্টোবরের বিক্ষোভের জন্য পিটিআইয়ের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে গতকাল পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালতে ২০২৩ সালের ৯ মের সহিংসতার ঘটনায় করা ১৩টি মামলার শুনানি হওয়ার কথা ছিল। এ ছাড়া একই আদালতে ২৪ নভেম্বরের বিক্ষোভের ঘটনায় দেশটির রাজধানী ইসলামাবাদে গ্রেপ্তার হওয়া পিটিআইয়ের এক হাজার ৪৯৪ জন নেতাকর্মীর রিমান্ডের শুনানি হওয়ার কথা ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভের ঘটনায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীরা ইসলামাবাদে প্রবেশ করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায়ও হামলা হয়। এই সহিংসতার ঘটনায় পিটিআই প্রতিষ্ঠাতা, শাহ মাহমুদ কুরেশিসহ দলটির আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং বিপুলসংখ্যক কর্মীর বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়। দলটির ১০ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডন, জিও নিউজ, এএফপি</span></span></span></span></span></p>