<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসন্ন ২০২৫ সালের পররাষ্ট্রনীতি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। নতুন বছরে ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার মোদি যেতে পারেন যুক্তরাষ্ট্রে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে চীনে এসসিও সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সময় দ্বিপক্ষীয় বৈঠকে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেই বৈঠকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী জানুয়ারিতেই মার্কিন মসনদে বসবেন ট্রাম্প। তার আগেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জয়শঙ্কর। ট্রাম্পের হবু দলের সঙ্গে বৈঠকও করবেন তিনি। সেই সঙ্গে ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণও জানাবেন। ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে যোগ দিতে রিপাবলিকান নেতা ট্রাম্পের আসার কথা ভারতে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোয়াডের সদস্য দেশ অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র। সম্মেলনে চার দেশের প্রধানই উপস্থিত থাকার কথা। আগামী বছরের বৈঠকে গুরুত্ব পেতে পারে ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির ব্যাপার। তিনি নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের আগেই বলেছেন, তাঁর পূর্বসূরির নীতিগুলো, বিশেষ করে স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতিগুলো সংশোধন করবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইকোনমিক টাইমস জানিয়েছে, ট্রাম্পের সফরের পর মোদির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া ভারত রাশিয়ার সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। যার জন্য পুতিন নয়াদিল্লি সফর করতে পারেন। যদি এটি ঘটে তবে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর পুতিনের প্রথম ভারত সফর হবে এটি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার চীনের এসসিও সামিটের মতোই সবার চোখ থাকবে ব্রাজিলে হতে চলা ব্রিকস সম্মেলনের দিকে। ব্রাজিলে আগামী জুলাইয়ে নির্ধারিত ব্রিকস সম্মেলনে এবং আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া চীনে এসসিও শীর্ষ সম্মেলনের সময়ও বেশ কয়েকটি হাই-প্রফাইল বৈঠকের সম্ভাবনা রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৫ সালের শুরুতেই যে রাষ্ট্রপ্রধান ভারতে আসবেন, তিনি থরমন শানমুগারাথাম। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি ভারতে আসবেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট। এরপর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো, চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিস ভারতে আসার কথা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো ২০২৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসেবে আসবেন। অন্যদিকে মোদি যুক্তরাষ্ট্র, চীন ছাড়াও ফ্রান্সে যেতে পারেন। যাওয়ার সম্ভাবনা রয়েছে জাপানেও। পাশাপাশি জি২০ সামিটে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা এবং আসিয়ান সামিটে যোগ দিতে মালয়েশিয়াও যাওয়ার কথা তাঁর। জানা গেছে, নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের পরিকল্পনা রয়েছে ফেব্রুয়ারিতে। তিনি জাপান যেতে পারেন বার্ষিক সম্মেলনে। তাঁর দক্ষিণ আফ্রিকায় জি২০ শীর্ষ সম্মেলন এবং  আসিয়ান শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ায় যাওয়ার সম্ভাবনা আগামী বছরের শেষার্ধে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের শীর্ষ সম্মেলনের পরবর্তী সংস্করণটিও নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার জন্য বেশ কয়েকজন ইউরোপীয় নেতা ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি</span></span></span></span></p>