<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ায় অতর্কিত হামলায় দেশটির পুলিশ বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এটি সদ্য ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনীর কাজ বলে গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেশটির নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, সিরিয়ার টারটাওস এলাকায় বাশার সরকারের অবশিষ্টাংশের হামলায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশের নিরাপত্তা বা নাগরিকদের জীবনের হুমকির কারণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোমস শহরে গভীর রাতে কারফিউ জারি করেছিল পুলিশ। সংখ্যালঘু আলাওয়াইট ও শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ মিছিলেন কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষোভকারীদের দাবিদাওয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়দের মধ্যে কয়েকজন জানিয়েছে, আলাওয়াইট সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতন ও প্রশাসনিক চাপের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভের আয়োজন হয়ে থাকতে পারে। কারণ এই গোষ্ঠীটি বাশার সরকারের অনুগত ছিল। বাশার আল-আসাদের পরিবারও এই সম্প্রদায়ের সদস্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারফিউ জারির বিষয়ে বক্তব্য জানতে আল-কায়েদার সাবেক সহযোগী সংগঠন ও বাশার সরকারকে উত্খাত করা বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) কাছ থেকে এ ব্যাপারে কিছু জানতে পারেনি এএফপি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত শুধু কারফিউ জারি রাখা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের আশঙ্কা, বিদ্রোহীদের অধীনে দেশটিতে কট্টরপন্থী ইসলামী সরকার গঠিত হতে পারে। তবে তাদের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছে নতুন সরকার। সংখ্যালঘুদের রক্ষার জন্য তারা একাধিকবার প্রকাশ্যে অঙ্গীকার করেছে। সূত্র : এএফপি</span></span></span></span></p>