হিমালয়ান দেশ নেপালের প্রথম বাণিজ্যিক কেবল কার পরিষেবার কার্যক্রম শুরু হয় ১৯৯৮ সালের ২৪ নভেম্বর এবং উদ্বোধন করেন প্রয়াত যুবরাজ দীপেন্দ্র বীরবিক্রম শাহ। আর দ্বিতীয় কেবল কার কম্পানি চন্দ্রগিরি কেবল কার ২০১৬ সালে তার কার্যক্রম শুরু করে। এটি থানকোটের বেস স্টেশন থেকে শুরু হয়ে যাত্রীদের চন্দ্রগিরি পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, যা দুই হাজার ৫৫১ মিটার উঁচু। রোপওয়েটি প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ এবং যাত্রায় প্রায় ১০ মিনিট সময় লাগে।
নেপালে কেবল কার বিতর্ক
কালের কণ্ঠ ডেস্ক

নেপালের পূর্বাঞ্চলীয় জেলা তাপলেজুঙে সরকারি সহযোগিতায় দুই কোটি ২২ লাখ মার্কিন ডলার মূল্যমানের যে প্রকল্পটি গড়ে উঠেছে, সেটি নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও বেশ কয়েক দফা মারামারি হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, তাপলেজুঙে যে পাহাড় ও বনভূমির ওপর দিয়ে এই কেবল কার চলে গেছে, সেটি অত্যন্ত পবিত্র বনভূমি।
প্রায় তিন লাখ হিন্দু পুণ্যার্থী তাপলেজুঙে পাহাড়ের শীর্ষে ওঠেন প্রতিবছর।
তাপলেজুঙ এলাকাটির অভিবাসীরা মুক্কুলাং নামে পরিচিত। তারা দাবি করছে, এই কেবল কার প্রকল্প তৈরি করতে গিয়ে তিন হাজারের বেশি রডোডেনড্রনগাছ কাটতে হয়েছে। এটা তাদের ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাতের শামিল। লিম্বু হিন্দুদের প্রধান কর্তাব্যক্তি বলেন, ‘একজন ব্যবসায়ীর ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে পরিবেশবিধ্বংসী একটি প্রকল্পকে কী করে জাতীয় গর্ব আখ্যা দেওয়া যায়? সরোজ কংলিবা ইয়াকথুন নামের একজন প্রতিবাদকারী বলেন, ‘এ প্রকল্পের কারণে বনভূমি থেকে লাল পান্ডা, কালো ভালুক আর তুষার চিতা হারিয়ে যাচ্ছে। আমরা তো গাছ, পাথর ও যেকোনো জীবিত বস্তুর পূজা করি। এই প্রকল্প আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে।’ সূত্র : এরাব নিউজ
সম্পর্কিত খবর

তুরস্ক ও গ্রিস উপকূলে নৌকা ডুবে ১৬ মৃত্যু
কালের কণ্ঠ ডেস্ক

তুরস্ক ও গ্রিস উপকূলে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নৌকা দুটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। গতকাল আলজাজিরা জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে নৌকা দুটি ডুবে হতাহতের ঘটনা ঘটেছে। উভয় দেশের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার প্রায় ৬৬ জনকে বহনকারী দুটি নৌকা কয়েক ঘণ্টার ব্যবধানে তুরস্ক ও গ্রিক দ্বীপ লেসবোসের মধ্যবর্তী সমুদ্রের সংকীর্ণ অংশে শরণার্থী বহন করার সময় ডুবে যায়।
গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, তাদের একটি টহল নৌকা প্রায় পাঁচ মিটার লম্বা একটি ছোট ডিঙিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং মোট ৩১ জন যাত্রীর মধ্যে ২৩ জনকে উদ্ধার করে। এর মধ্যে ১১ জন কিশোর, আটজন পুরুষ এবং চারজন নারীকে উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ পরে হেলিকপ্টার, কোস্ট গার্ডের জাহাজ, ফ্রন্টেক্স ইউরোপীয় সীমান্ত সংস্থাসহ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর সাতজনের মরদেহ উদ্ধার করে।

যুক্তরাষ্ট্রের এনএসএ প্রধান বরখাস্ত
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান জেনারেল টিমোথি হফকে গত বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এনএসএ প্রধান হিসেবে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর টিমোথি হফকে বরখাস্ত করা হয়। তবে কেন তাঁকে বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি।
সূত্র : এএফপি

সংক্ষিপ্ত
চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছে পাকিস্তান
কালের কণ্ঠ ডেস্ক

প্রথম বিদেশি দেশ হিসেবে চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছে পাকিস্তান। গতকাল শুক্রবার পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী এ তথ্য জানান। শাফাত আলী বলেন, চীনে প্রশিক্ষণের জন্য দুটি যোগ্যতার ভিত্তিতে দুজন মহাকাশচারী পাঠাবে পাকিস্তান। এটিকে একটি মাইলফলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা
কালের কণ্ঠ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে সাত লাখ ৪১ হাজার ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হাইকোর্ট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক রায়ে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে, অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেবার ট্রাম্প শপথ নিয়েছিলেন, সে সময়। ওই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প।