অষ্টম অধ্যায়
মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
৩৭। মজুদ এক প্রকার
i. চলতি সম্পদ
ii. স্থায়ী সম্পদ
iii. স্পর্শনীয় সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। বিন কার্ডে উল্লেখ থাকে—
i. মালের আগমন
ii. মালের নির্গমন
iii. মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯। মাল খতিয়ান থেকে জানা যায়—
i. প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য
ii. উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য
iii. ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০।
বিন কার্ডের বৈশিষ্ট্য হলো—
i. কাঁচামালের ক্রয় ও ইস্যু লিপিবদ্ধকরণ
ii. মজুদ মালের হিসাবরক্ষণ
iii. বিক্রয় মূল্য লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১। পরিবহন সংক্রান্ত শর্ত হলো
i. 2/10, net/30
ii. FOB Shipping point
iii. FOB destination
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪২। বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে
i. মালের পরিমাণ
ii. মালের মূল্য
iii. মালের আবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩। মজুদ পণ্য যদি অবমূল্যায়িত বা অতিমূল্যায়িত হয় তাহলে এর দ্বারা প্রভাবিত হয়
i. প্রদেয় আয়কর
ii. লভ্যাংশ বিতরণ
iii. সঞ্চিতি তহবিলে স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪।
বনলতা ট্রেডার্সের প্রারম্ভিক মজুদ, ক্রয় ও বিক্রয় সম্পর্কিত তথ্যাদি নিম্নরূপ:
প্রারম্ভিক মজুদ ৮ টাকা দরে ১,২০০ একক, ক্রয় ১০ টাকা দরে ৭,০০০ একক, বিক্রয় ২৫ টাকা দরে ৬,০০০ একক। বনলতা ট্রেডার্স ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়ন করে। কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতির পরিবর্তে আগে আসলে আগে যায় পদ্ধতি অবলম্বন করলে আর্থিক বিবরণীতে এর প্রভাবে—
i. মুনাফার পরিমাণ হ্রাস পাবে
ii. মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে
iii. সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫। ১/১৫, নিট/৪৫ দ্বারা বুঝায়—
i. ১৫ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১% বাট্টা পাবে
ii. ৪৫ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১% বাট্টা পাবে
iii. ৪৫ দিনের মধ্যে অবশ্যই পাওনা দিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬।
মজুদ পণ্য মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো
i. কালান্তিক মজুদ পদ্ধতি
ii. নিত্য মজুদ পদ্ধতি
ii. ভারযুক্ত গড় পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর : ৩৭. খ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ক
৪১. খ ৪২. খ ৪৩. গ ৪৪. গ ৪৫. খ ৪৬. খ।