পঞ্চম অধ্যায়
যৌথ মূলধনী কম্পানির আর্থিক বিবরণী
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
৩১। বিক্রয় ২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৫,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,৫০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,০০০ টাকা হলে মোট মুনাফা কত টাকা?
ক. ৩,৫০০ টাকা খ. ২,৫০০ টাকা
গ. ৪,০০০ টাকা ঘ. ৬,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর
দাও :
২০২৪ সালে আলফা কম্পানি লি. এর রেওয়ামিলে বিজ্ঞাপন ১৫,০০০ টাকা। সমন্বয়ে বলা আছে—প্রচারের উদ্দেশ্যে বিনা মূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। বিজ্ঞাপন খরচ ৫ বছরে অবলোপন করা হবে।
৩২। বিনা মূল্যে পণ্য বিতরণ করলে—
i. ক্রয় হ্রাস পায় ii. নগদ হ্রাস পায়
iii. বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। ২০২০ সালে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত টাকা?
ক. ৩৩,৫০০ টাকা খ. ১৬,০০০ টাকা
গ. ৪২,০০০ টাকা ঘ. ৬১,০০০ টাকা
৩৪। নিট বিক্রয় ও বিক্রীত পণ্যের ব্যয় এর পার্থক্য কোনটি?
ক. মোট মুনাফা খ. নিট মুনাফা
গ. নিট ক্ষতি ঘ. পরিচালন মুনাফা
৩৫।
৩/৫ অংশ ভাড়া প্রদান ১৫,০০০ টাকা হলে মোট ভাড়ার পরিমাণ কত টাকা হবে?
ক. ২৩,৫০০ টাকা খ. ২৫,০০০ টাকা
গ. ৪২,০০০ টাকা ঘ. ৬১,০০০ টাকা
৩৬। নিচের কোনটি সঠিক?
ক. নিট সম্পত্তি — নিট দায় = নিট মুনাফা
খ. নিট দায় + নিট সমপদ = নিট মুনাফা
গ. নিট আয় — নিট খরচ = নিট মুনাফা
ঘ. নিট খরচ + নিট আয় = নিট মুনাফা
৩৭। সাপ্লাইজের প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা, সাপ্লাইজ ক্রয় ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ৪,০০০ টাকা। ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ কত?
ক. ২,৫০০ টাকা খ. ৮,০০০ টাকা
গ. ৪,০০০ টাকা ঘ. ১,০০০ টাকা
৩৮।
কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বয়কৃত ব্যয় হিসেবে দেখানো হয়?
ক. সুনাম খ. ঋণের সুদ
গ. শেয়ার অবহার ঘ. শেয়ার অধিকার
৩৯। যৌথ মূলধনী কম্পানি লভ্যাংশ প্রদান করে—
ক. আদায়কৃত মূলধনের ওপর
খ. তলবকৃত মূলধনের ওপর
গ. বিলিকৃত মূলধনের ওপর
ঘ. অনুমোদিত মূলধনের ওপর
৪০। আর্থিক বিবরণী সর্বোচ্চ কত সময়ের জন্য তৈরি করা হয়?
ক. ১২ মাস খ. ৬ মাস
গ. ৭ মাস ঘ. ৯ মাস
৪১। কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
ক. সুনাম খ. ঋণের সুদ
গ. শেয়ার অবহার ঘ. শেয়ার অধিকার
৪২। সমাপনী মজুদ মূল্যায়নের পর যদি পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বিমা করা না থাকে তবে আর্থিক বিবরণীতে এর ব্যবহার হবে—
i. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে বিয়োগ
ii. আর্থিক অবহার বিবরণীতে মজুদ পণ্য হতে বিয়োগ
iii. আয় বিবরণীতে অস্বাভাবিক ক্ষতি হিসাবে বিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩।
নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
ক. পণ্য খ. ঋণপত্রের অবহার
গ. ট্রেডমার্ক ঘ. সুনাম
৪৪। বিজ্ঞাপন খরচ বিলম্বিত করলে প্রতিষ্ঠানের আয় বিবরণীতে কী প্রভাব পড়ে?
ক. মোট ব্যয় বৃদ্ধি খ. মোট আয় বৃদ্ধি
গ. বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধি
ঘ. নিট আয় বৃদ্ধি
৪৫। কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?
ক. নগদ প্রবাহ বিবরণী খ. আয় বিবরণী
গ. সংরক্ষিত আয় বিবরণী
ঘ. রেওয়ামিল
৪৬। অনুপার্জিত আয় একটি—
ক. দায় খ. সম্পদ
গ. মালিকানাস্বত্ব ঘ. আয়
উত্তর : ৩১. খ ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. খ ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. ক।