<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভোরের আকাশে লাল আভা ছড়িয়ে প্রতিদিনই পূর্ব দিগন্তে সূর্যোদয় হয়। কিন্তু বছরের একটি দিন এই সূর্যোদয় বাঙালি-বাংলাদেশিদের কাছে হাজির হয় ভিন্ন এক আমেজ, উৎসব, উদ্দীপনা, বেদনা, অশ্রু ও গৌরবের গল্পগাথা নিয়ে। যে সূর্যোদয় এই জাতিকে স্মরণ করিয়ে দেয় দেশপ্রেম, বীরত্ব, হাহাকার, আত্মত্যাগ, এক সাগর রক্ত, লাখো শহীদ ও লাল-সবুজ পতাকার কথা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়" height="140" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/17-12-2024/8899.jpg" style="float:left" width="343" />বিজয়ের আনন্দের এই দিনে জড়িয়ে থাকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষোভ ও অভিমান। থাকে সন্তানহারা জননীর অশ্রু ও হাহাকার। তবু গর্বিত পিতার ঘোলা চশমায় পরিষ্কার দেখা যায় লাল সবুজের জ্বলজ্বলে স্বপ্ন। অনেক অনুভূতির মিশেলে এক অবিমিশ্র বিজয়ের গল্প নিয়ে দিনটি হাজির হয় প্রতিবছর। দিনটি ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের অবিস্মরণীয় দিন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে গতকাল সোমবার উদযাপিত হয়েছে এবারের মহান বিজয় দিবস। বিজয়ের ৫৩ বছর পূর্তির দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করল দেশবাসী। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একটি গণতান্ত্রিক, মানবিক, সমতাভিত্তিক, বৈষম্যহীন ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। প্রবাসে থাকা বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বিজয় দিবস। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একটি স্বাধীন-সার্বভৌম জাতিরাষ্ট্র গঠনে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংগ্রাম ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত পরিণতি লাভ করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী ও মরণপণ যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে অর্জিত হয় বাংলাদেশের বিজয়। মুক্তির মন্দির সোপানতলে ৩০ লাখ শহীদের আত্মদান এবং আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। অবসান হয় ২৩ বছরের পাকিস্তানের শাসন-শোষণ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে এ বছর বিজয় দিবস উদ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‌</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যাপনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দেশের হাল ধরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আন্দোলনে শত শত ছাত্র-জনতা শাহাদাতবরণ করেছেন। আহত অনেকে এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। সব মিলিয়ে বাংলাদেশের নতুন এই যাত্রায় নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে উদযাপিত হয়েছে বিজয় দিবস। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মহান বিজয় দিবসে গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানসহ আরো অনেকে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিজয় দিবসের প্রথম প্রহরে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এরপর সকাল ৭টা ১২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে তাঁরা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। এরপর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে ঢল নামে লাখো মানুষের। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণ-আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা একাত্তর দেখিনি, কিন্তু দেখেছি চব্বিশ।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকাল ৯টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদ ও সহযোগী সংগঠন জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় আইনজীবী পরিষদ, জাতীয় পোশাক শিল্প শ্রমিক জোট (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় কমিটি ও ঢাকা জেলা কমিটির নেতারা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকাল সাড়ে ১০টার দিকে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সেখানকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর-১ প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর-২ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম প্রমুখ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানেও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দেশের সব জেলা ও উপজেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী বিজয়মেলায় ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদ</span></span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‌</span></span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যাপন</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন গতকাল যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‌</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যাপন করেছে। এ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপির শ্রদ্ধা</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ ছাড়া সকাল ৯টার দিকে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফায়ার সার্ভিসের বিজয় দিবস উদযাপন</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার স্মরণে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া আয়োজনের মাধ্যমে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন করা হয়।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিজিবিতে মহান বিজয় দিবস উদযাপন</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সোহরাওয়ার্দী উদ্যানে আনসার অর্কেস্ট্রা টিমের পরিবেশনা</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্কেস্ট্রা দল তাদের হৃদয়ছোঁয়া সংগীত ও ব্রাস ব্যান্ডের সুরের মূর্ছনায় বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিজয় দিবস ও বাংলাদেশ বেতারের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান</span></span></span></strong></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিজয় দিবস ও বাংলাদেশ বেতারের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ বেতারের উদ্যোগে জাতীয় বেতার ভবন মিলনায়তনে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে স্মরণ করা হয় জুলাই ২৪-এর ফ্যাসিবাদবিরোধী ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে সংঘটিত আন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে। </span></span></span></span></span></p> <p> </p> <p> </p>