<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের দুই ধারা বাতিল ঘোষণার রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা বলছে, হাইকোর্টের এই রায়ের ফলে নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, এর মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের পথ উন্মুক্ত হলো। জনগণ এখন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরে পাবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছিল, তা গ্রহণযোগ্য ছিল। একটি গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থাকে বিলুপ্ত করে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমীর খসরু বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আওয়ামী লীগ সরকার ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে এই ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি আন্দোলন করছে। এ দাবিতে আন্দোলন করতে গিয়ে দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছেন। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে যেসব দল ও সংগঠন এই আন্দোলন করেছে, তাদের সবার জন্য এটি সফলতা।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে : জামায়াত  </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে জনগণকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল এক বিবৃতিতে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করা হয়। এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোট ও নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে বিনা ভোটে ক্ষমতা দখলের প্রবণতা তৈরি হয়। ফলে গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের নামে তামাশা হয়েছে মাত্র।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিবৃতিতে তিনি আরো বলেন, মূলত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। গতকাল দেশের উচ্চ আদালতের রায়ে জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলো। এটি জনগণের আরেকটি বিজয়। এই আইনি লড়াইয়ে জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এক ধাপ অগ্রগতি : ইসলামী আন্দোলন</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আমাদের জাতিসত্তার রক্ষাকবচ সংবিধানের মূলনীতিতে আাাল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিলে দেশের মানুষ আরো বেশি উত্ফুল্ল এবং জাতীয় সংহতি আরো মজবুত হতো।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বিকেলে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে দলের যুগ্ম ও সহকারী মহাসচিবদের সঙ্গে আলোচনাকালে তিনি এ প্রতিক্রিয়া জানান। ইউনুছ আহমাদ বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ভারতের আজ্ঞাবহ হয়ে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সংবিধানের যে অবৈধ সংশোধনী এনেছে, তার সব বাতিল করতে হবে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জনমনে স্বস্তি ফিরে এসেছে : ১২ দলীয় জোট </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">১২ দলীয় জোটের মুখপাত্র ও এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই রায়কে স্বাগত জানান। কালের কণ্ঠকে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল। এই ব্যবস্থার অধীনে যেসব নির্বাচন হয়েছিল তা নিয়ে বিতর্ক ছিল না। এই মীমাংসিত ব্যবস্থা বাদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু তাদের পতনের পর আদালত যে রায় দিয়েছেন, তাতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এর মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এখন সরকারের কাঠামো ঠিক করতে হবে : এবি পার্টি</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। তবে মঞ্জু মনে করেন, এখন প্রশ্ন আসবে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বর্তমান অন্তর্বর্তী সরকার কোন কাঠামোতে পড়বে। ড. মুহাম্মদ ইউনূসের সরকার কি অন্তর্বর্তী সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার। তিনি বলেন, এই বিষয়টির সমাধানের জন্য অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গণ অধিকার পরিষদ</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কালের কণ্ঠকে বলেন, আদালতের রায় ইতিবাচক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই রায় প্রত্যাশিত ছিল। তবে তত্ত্বাবধায়ক সরকার কোনো স্থায়ী ব্যবস্থা নয়। তিনি বলেন, এখন রাষ্ট্র সংস্কারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই সংস্কারের আওতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকারের স্থায়ী ব্যবস্থা বের করতে হবে। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্বাগত জানিয়েছে বাম দল</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। আমাদের দেশের বাস্তবতায় আরো কয়েকটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার কত দিনের জন্য হবে এবং মেয়াদ কত দিন হবে? আগের তত্ত্বাবধায়ক সরকারে জবাবদিহি ছিল না, এখন কি হবে? বর্তমানে একটি সরকার চলমান আছে, সে ক্ষেত্রে কি হবে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে এসব প্রশ্নের জবাব থাকতে হবে এবং এর আলোকে সিদ্ধান্ত নিতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আদালতের এই আদেশ প্রয়োজন ছিল, কিন্তু যথেষ্ট নয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আরো বেশ কিছু বিষয় প্রয়োজন, যা আমরা সুপারিশ আকারে তুলে ধরেছি। বিশেষ করে নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তির দাপট, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িকতা ও আঞ্চলিকতার সুড়সুড়ি দিয়ে ভোট আদায় বন্ধ করতে হবে। সর্বোপরি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জনপ্রত্যাশা পূরণ হয়েছে : খেলাফত মজলিস</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের উচ্চ আদালতের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শেখ হাসিনা ভারতের পরামর্শেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। আর এ জন্য আদালতকে সুকৌশলে ব্যবহার করেছে। এর ফলে আওয়ামী লীগ টানা ১৬ বছর ধরে ক্ষমতায় ছিল। একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সব কিছু নিজেদের মতো সাজিয়েছিল। মানুষ ভোটের অধিকার হারিয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন। এই রায়ের মধ্য দিয়ে তা আমরা ফিরে পেলাম।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""> </span></span></p> <p> </p>