<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না। কারণ নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহি রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকাধীন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠগুলোর সমন্বিত উদ্যোগে হালিশহর-নয়াবাজার-বিশ্বরোড মোড়ে শোভাযাত্রা শুরুর আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিএনপি নেতা নোমান এসব কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে আমাদের স্বাধীনতা অর্জন অনেক বিলম্বিত হতো। সেদিন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বশূন্যতা ও সিদ্ধান্তহীনতার কারণেই মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। তিনি বলেন, শহীদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন।</span></span></span></span></p>