ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

প্রাণের \\\'টেস্টি ট্রিট\\\' আউটলেট উদ্বোধন মোহাম্মদপুরে

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
প্রাণের \\\'টেস্টি ট্রিট\\\' আউটলেট উদ্বোধন মোহাম্মদপুরে
রাজধানীর মোহাম্মদপুরে প্রাণ-আরএফএল গ্রুপের \'টেস্টি ট্রিট\' আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণের কর্মকর্তারা

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বেকারসের পণ্য বিক্রির জন্য রাজধানীর মোহাম্মদপুরে 'টেস্টি ট্রিট' আউটলেট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহ্মেদ (অব.) আউটলেটটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বঙ্গ বেকারসের সিওও আবদুল্লাহ আল মামুন, ব্র্যান্ড ম্যানেজার শাহ ফয়সাল হোসাইন, সেলস ও মার্কেটিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুন জানান, ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারিপণ্য পৌঁছে দিতে এই 'টেস্টি ট্রিট' আউটলেট চালু করা হয়েছে।

তাঁদের রাজধানীসহ দেশব্যাপী ১০০টি আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে। টেস্টি ট্রিট আউটলেটে বিভিন্ন ধরনের কেক, কুকিজ, বিস্কুট ও ডেজার্ট আইটেম পাওয়া যাচ্ছে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ব্র্যাক ব্যাংক : ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম উদ্যোক্তা ১০১-এর অধীনে সমপ্রতি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ৬৮ জন নারী উদ্যোক্তা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজনেস লিডাররা। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য
অর্থ আত্মসাতের অভিযোগ

মার্সেলের ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মার্সেলের ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মার্সেলের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন গাজীপুর সদর থানার ভবানীপুরে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর পুষ্প ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী অজয় কুমার সাহা। টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্সেলের সৎ এবং ভালো ডিস্ট্রিবিউটররা। অর্থ আত্মসাতের কূটকৌশল হিসেবে অজয় কুমার সাহাসহ আরো একজন ডিস্ট্রিবিউটর গাজীপুর জেলায় সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করলে আদালত শুনানি নিয়ে অভিযোগের ভিত্তি নেই মর্মে মামলা দুটি খারিজ করে দেন। দীর্ঘদিন যাবৎ অসাধু ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ এবং নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে আসছেন মার্সেলের সৎ ডিস্ট্রিবিউটররা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ