<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গ্রাহকদের সর্বোচ্চ ডাটা সিকিউরিটি তথা তথ্য সুরক্ষা বজায় রাখার জন্য আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> (পিসিআই-ডিএসএস)-এর নীতিমালা অনুযায়ী শক্তিশালী সিস্টেম, উন্নত নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থাসহ স্পর্শকাতর তথ্য ব্যবস্থা সংরক্ষণ নিশ্চিত করার মাধ্যমে এই সনদ পেল। ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফার কাছে সনদপত্র তুলে দেন বাংলাদেশে পিসিআই-ডিএসএস-এর মূল্যায়নকারী প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস (ইআইসি)-এর প্রধান নির্বাহী মশিউল ইসলাম।</span></span></span></span></p> <p> </p>