সাভারের চামড়া শিল্প নগরীতে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকার দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। এ ছাড়া পাঁচটি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন ট্যানারি শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন তাঁরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন করা হয়; কিন্তু ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করেননি মালিকরা।