ন্যূনতম মজুরির দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
ন্যূনতম মজুরির দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

সাভারের চামড়া শিল্প নগরীতে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকার দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। এ ছাড়া পাঁচটি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন ট্যানারি শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন তাঁরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন করা হয়; কিন্তু ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করেননি মালিকরা।

বিভিন্ন ধরনের টালবাহানা করে মালিকপক্ষ শুধু কালক্ষেপণ করছে। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ী আবগারি শুল্কে ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ী আবগারি শুল্কে ছাড়

বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ী আবগারি শুল্কে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি আকাশপথে ভ্রমণের ওপর দূরত্বভেদে আবগারি শুল্ক বৃদ্ধি করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। তবে আবগারি শুল্ক আদায়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত শুল্ক আদায়ে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

টিকিটের দামের মধ্যে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে, যা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে টিকিট বিক্রির সময় আদায় করে। পরবর্তী সময়ে আদায় করা আবগারি শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এয়ারলাইনস কর্তৃপক্ষ ছয় মাস আগে থেকে টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করে, তবে আবগারি শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

 

 

 

 

মন্তব্য
সংক্ষিপ্ত

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের অগ্রাধিকার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের অগ্রাধিকার’

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেছেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন আমাদের অগ্রাধিকার কর্মসূচি। তাই রমজান মাসে ভোক্তাদের স্বস্তিতে রাখতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’ গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্যসচিব টিসিবির চলমান পণ্য বিক্রয় কার্যক্রমে মনিটরিং বা তদারকি জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

 

মন্তব্য

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

সর্বশেষ সংবাদ