চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও দক্ষ পরিচালন ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে মুনাফার ধারা অব্যাহত রেখেছে রবি। ২০২৪ সাল ছিল অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং বাজার বিশৃঙ্খলার বছর, যা প্রভাব ফেলেছে গ্রাহকদের ক্রয়ক্ষমতার ওপর। এর পরও ৯৯৫০.২ কোটি টাকা রাজস্ব নিয়ে রবি বছর শেষ করেছে, যা ২০২৩ সালের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। এ ছাড়া ২০২৩ সালের তুলনায় ভয়েস রাজস্ব দশমিক ৭ শতাংশ এবং ডাটা রাজস্ব ২.২ শতাংশ বেড়েছে।
বৈরী পরিবেশেও রাজস্ব আয় বেড়েছে রবির
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ভয়েস রাজস্ব ৮.৪ শতাংশ কমেছে, তবে ডাটা রাজস্ব মাত্র দশমিক ১ শতাংশ বেড়েছে।
২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২৪ সালের একই প্রান্তিকে ভয়েস রাজস্ব ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেলেও ডাটা রাজস্ব ১৩.৯ শতাংশ হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ ছিল তুমুল বাজার প্রতিযোগিতার মুখে ডাটা মূল্যের নিম্নগামিতা ও মুদ্রাস্ফীতির কারণে গ্রাহকের ব্যয়সংকোচনের প্রবণতা। এর সঙ্গে নতুন সিম কর ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করায় নতুন গ্রাহক প্রাপ্তিতে বড় বাধা তৈরি হয়েছে।
২০২৪ সালের শেষ নাগাদ রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৬৭ লাখে। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২১ লাখ কমে হয়েছে চার কোটি ২৬ লাখ। তবে ফোরজি ব্যবহারকারীর সংখ্যা গত বছরের তুলনায় পাঁচ লাখের বেশি বেড়েছে।
সম্পর্কিত খবর

করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।
ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।
শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি
বাণিজ্য ডেস্ক

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।