বিশ্ববাণিজ্য

ভারতীয় ওষুধে শুল্কারোপ হলে চাপে পড়বে মার্কিনরা

  • যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট ব্র্যান্ডবিহীন ওষুধের প্রায় অর্ধেকই ভারত থেকে নেওয়া হয়
  • আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসানো হবে বলে ঘোষণা দেন ট্রাম্প
বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ভারতীয় ওষুধে শুল্কারোপ হলে চাপে পড়বে মার্কিনরা

আগামী মাস থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্র পাল্টা শুল্কারোপ করতে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের কয়েক কোটি নাগরিকের চিকিৎসা ব্যয় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর শুল্কারোপ করা হবে বলে ঘোষণা দেন। মার্কিন পণ্যের ওপর ভারতের শুল্কহার ৯.৫ শতাংশ।

এর বিপরীতে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারণ করা শুল্কের হার ছিল ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্র এরই জবাবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে। শুল্ক আরোপ করা হলে ভারত থেকে আমদানি করা ওষুধ কেনার ক্ষেত্রে সমস্যায় পড়বে মার্কিনরা। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট ব্র্যান্ডবিহীন ওষুধের প্রায় অর্ধেকই ভারত থেকে নেওয়া হয়।

ব্র্যান্ডের ওষুধের চেয়ে জেনেরিক ওষুধের দাম তুলনামূলকভাবে কম।

স্বাস্থ্য খাতের পরামর্শদাতা প্রতিষ্ঠান আইকিউভিআইএ জানায়, শুধু ২০২২ সালেই ভারতের জেনেরিক ওষুধ আমদানি করায় যুক্তরাষ্ট্রের সাশ্রয় হয় ২১৯ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৯০০ কোটি ডলার। আইকিউভিআইএর প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত ৬০ শতাংশ ওষুধ ভারত থেকে আসে। দেশটির সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিডিপ্রেসেন্ট সারট্রালিনও সরবরাহ করা হয় ভারত থেকে।

নতুন করে শুল্ক আরোপের কারণে ভারতীয় ওষুধের দাম বাড়তে পারে। দাম বাড়লে বাজারে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের সুদর্শন জৈন বলেন, ভারতে ওষুধ উৎপাদন করা যুক্তরাষ্ট্রের চেয়ে তিন থেকে চার গুণ সাশ্রয়ী। ফলে দ্রুত উৎপাদন স্থানান্তর করা অসম্ভব।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর শুল্কমুক্তভাবে প্রায় এক হাজার ২৭০ কোটি ডলারের ওষুধ রপ্তানি করে ভারত।

অন্যদিকে মার্কিন ওষুধ ভারতে প্রবেশের সময় ১০.৯১ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। এই পার্থক্যের কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় ওষুধের ওপর শুল্ক বসাচ্ছে, যা উভয় দেশের ওষুধ বাজারকে চাপে ফেলতে পারে। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

শাহজালাল ইসলামী ব্যাংক : শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

এআইবি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান, এমডি ও সিইও ফরমান আর চৌধুরী, এএমডি মো. রাফাত উল্লা খান এবং সংশ্লিষ্ট নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

র‌্যাংগস : র‌্যাংগস ইলেকট্রনিকস ঈদ উৎসব থ্রি ইন ওয়ান অফার শিরোনামে বিক্রয় ক্যাম্পেইন শুরু করেছে। র‌্যাংগস ইলেকট্রনিকসের অ্যাডভাইজার মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদার (অব.), চিফ ফিন্যানশিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন র‌্যাংগস ইলেকট্রনিকসের বিভাগীয় কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

ফুডপান্ডা : পান্ডা-রাইডার ঈদ কম্পিটিশনে ওমরাহ প্যাকেজ জিতে নিয়েছেন ফুডপান্ডার দুজন রাইডার। বিজয়ী রাইডার মোহাম্মদ বিল্লাল জোয়ার্দার ও মাসুম বিল্লাহ মুন্সীর জন্য বিমানের টিকিট এবং মক্কা ও মদিনায় থাকার সুব্যবস্থা নিশ্চিত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফরমটি। এ ছাড়া বাকিদের হাতে মোটরসাইকেল ও স্মার্টফোনসহ নানা আকর্ষণীয় পুরস্কার তুলে দেয় ফুডপান্ডা। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুজুকি বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ উৎসব অফার সুজুকি ঈদ ফেস্ট। ক্রেতারা সীমিত সময়ের এই অফারে সুজুকির বিভিন্ন মডেলের মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই অফারে জিক্সার মনোটোন এখন দুই লাখ পাঁচ হাজার ৯৫০ টাকার পরিবর্তে মাত্র এক লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার মনোটোন ক্লাসিক প্লাস দুই লাখ আট হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ দুই হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক।

জিক্সার কার্ব ডিস্ক দুই লাখ ৩৭ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৩২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই ডিস্ক দুই লাখ ৪৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৪২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে সাত হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই এবিএস দুই লাখ ৭৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৭৩ হাজার ৯৫০ টাকা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ