অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

সংশোধিত বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয় বিল নয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংশোধিত বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয় বিল নয়

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রত্যেক খাতে বরাদ্দ অর্থের অতিরিক্ত কোনো ব্যয় বিল গ্রহণ করা হবে না বলে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

২০২৪-২৫ বছরের সংশোধিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত বিল না নিতে হিসাব মহানিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গত মঙ্গলবার অর্থ বিভাগের বাজেট-১ অনু বিভাগ থেকে যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক-উজ-জামানের সই করা চিঠিতে এ বিষয় অবহিত করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ ব্যয়ের কর্তৃত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংশোধিত বরাদ্দের বিস্তারিত বিভাজন পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রত্যেক খাতের বিপরীতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া অর্থের অতিরিক্ত কোনো ব্যয় বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়। তবে এই কর্তৃত্ব জারির পর যেসব খাতে অর্থ বিভাগ থেকে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে, সেসব অতিরিক্ত বরাদ্দ এ সংশোধিত কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।

যেসব খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল মঞ্জুরির অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে সেসব খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের ক্ষেত্রে সম্পূরক বা অতিরিক্ত আর্থিক বিবৃতির মাধ্যমে যথাসময়ে নিয়মিত করা হবে।

চিঠিতে আরো বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত কর্তৃত্ব অনুযায়ী, মন্ত্রণালয় বা বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠান, অধিদপ্তর ও পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্পের সরকারি অংশের বরাদ্দের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ এবং প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সম্মতির প্রয়োজন হবে না। ওই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হয়েছে বলে গণ্য করা হবে। প্রকল্প পরিচালকরা এ অর্থ সরাসরি ব্যবহার করতে পারবেন। তবে সংশোধিত অনুমোদিত বা অননুমোদিত প্রকল্পসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ থেকে ইতোপূর্বে জারি করা উন্নয়ন প্রকল্পগুলোর অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকা (২০১৮) অনুযায়ী হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

শাহজালাল ইসলামী ব্যাংক : শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

এআইবি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান, এমডি ও সিইও ফরমান আর চৌধুরী, এএমডি মো. রাফাত উল্লা খান এবং সংশ্লিষ্ট নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

র‌্যাংগস : র‌্যাংগস ইলেকট্রনিকস ঈদ উৎসব থ্রি ইন ওয়ান অফার শিরোনামে বিক্রয় ক্যাম্পেইন শুরু করেছে। র‌্যাংগস ইলেকট্রনিকসের অ্যাডভাইজার মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদার (অব.), চিফ ফিন্যানশিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন র‌্যাংগস ইলেকট্রনিকসের বিভাগীয় কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

ফুডপান্ডা : পান্ডা-রাইডার ঈদ কম্পিটিশনে ওমরাহ প্যাকেজ জিতে নিয়েছেন ফুডপান্ডার দুজন রাইডার। বিজয়ী রাইডার মোহাম্মদ বিল্লাল জোয়ার্দার ও মাসুম বিল্লাহ মুন্সীর জন্য বিমানের টিকিট এবং মক্কা ও মদিনায় থাকার সুব্যবস্থা নিশ্চিত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফরমটি। এ ছাড়া বাকিদের হাতে মোটরসাইকেল ও স্মার্টফোনসহ নানা আকর্ষণীয় পুরস্কার তুলে দেয় ফুডপান্ডা। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুজুকি বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ উৎসব অফার সুজুকি ঈদ ফেস্ট। ক্রেতারা সীমিত সময়ের এই অফারে সুজুকির বিভিন্ন মডেলের মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই অফারে জিক্সার মনোটোন এখন দুই লাখ পাঁচ হাজার ৯৫০ টাকার পরিবর্তে মাত্র এক লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার মনোটোন ক্লাসিক প্লাস দুই লাখ আট হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ দুই হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক।

জিক্সার কার্ব ডিস্ক দুই লাখ ৩৭ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৩২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই ডিস্ক দুই লাখ ৪৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৪২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে সাত হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই এবিএস দুই লাখ ৭৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৭৩ হাজার ৯৫০ টাকা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ