চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রত্যেক খাতে বরাদ্দ অর্থের অতিরিক্ত কোনো ব্যয় বিল গ্রহণ করা হবে না বলে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
২০২৪-২৫ বছরের সংশোধিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত বিল না নিতে হিসাব মহানিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গত মঙ্গলবার অর্থ বিভাগের বাজেট-১ অনু বিভাগ থেকে যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক-উজ-জামানের সই করা চিঠিতে এ বিষয় অবহিত করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ ব্যয়ের কর্তৃত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে সংশোধিত বরাদ্দের বিস্তারিত বিভাজন পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রত্যেক খাতের বিপরীতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া অর্থের অতিরিক্ত কোনো ব্যয় বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়। তবে এই কর্তৃত্ব জারির পর যেসব খাতে অর্থ বিভাগ থেকে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে, সেসব অতিরিক্ত বরাদ্দ এ সংশোধিত কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।
যেসব খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল মঞ্জুরির অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে সেসব খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দের ক্ষেত্রে সম্পূরক বা অতিরিক্ত আর্থিক বিবৃতির মাধ্যমে যথাসময়ে নিয়মিত করা হবে।
চিঠিতে আরো বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত কর্তৃত্ব অনুযায়ী, মন্ত্রণালয় বা বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠান, অধিদপ্তর ও পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্পের সরকারি অংশের বরাদ্দের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ এবং প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সম্মতির প্রয়োজন হবে না। ওই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হয়েছে বলে গণ্য করা হবে। প্রকল্প পরিচালকরা এ অর্থ সরাসরি ব্যবহার করতে পারবেন। তবে সংশোধিত অনুমোদিত বা অননুমোদিত প্রকল্পসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ থেকে ইতোপূর্বে জারি করা উন্নয়ন প্রকল্পগুলোর অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকা (২০১৮) অনুযায়ী হবে।