ভিয়েতনাম-ভারত থেকে আমদানির চাল খালাস শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
ভিয়েতনাম-ভারত থেকে আমদানির চাল খালাস শুরু

ভিয়েতনাম ও ভারত থেকে সরকারিভাবে আমদানি করা ৩৮ হাজার ৮৮০ টন চাল খালাস শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করা দুটি জাহাজ থেকে এসব চাল খালাস শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

ভিয়েতনাম থেকে আমদানি করা চাল পরিবহনে নিয়োজিত রয়েছে সেভেন সিজ শিপিং লাইনস। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলী আকবর জানিয়েছেন, জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তির আওতায় আমদানি করা এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম হোচিমিন সিটি বন্দর থেকে ১৭ হাজার ৮০০ টন চালের চালানটি গত ১০ মার্চ বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বুধবার দুপুর নাগাদ জাহাজটিকে বন্দরের জেনারেল কার্গো বার্থের (জেসিবি) ১২ নম্বর জেটিতে বার্থিং দেওয়া হয়। তিনি বলেন, চালের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকাল থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে। ভিয়েতনাম থেকে চলতি মাসের মধ্যে আরো চারটি জাহাজে ৭৫ হাজার টন চাল চট্টগ্রামে পৌঁছাবে।

এ ছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২১ হাজার ৮০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজটিও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে। 

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ভিয়েতনাম ও ভারত থেকে চালবাহী দুটি জাহাজ বন্দরের বহির্নোঙর থেকে জেসিবিতে বার্থিং দেওয়া হয়েছে। চালগুলোর নমুনা পরীক্ষা শেষে আজ (বৃহস্পতিবার) সকালে জাহাজ থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, সপ্তাহের মধ্যে এসব চাল খালাস শেষ হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

শাহজালাল ইসলামী ব্যাংক : শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

এআইবি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান, এমডি ও সিইও ফরমান আর চৌধুরী, এএমডি মো. রাফাত উল্লা খান এবং সংশ্লিষ্ট নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

র‌্যাংগস : র‌্যাংগস ইলেকট্রনিকস ঈদ উৎসব থ্রি ইন ওয়ান অফার শিরোনামে বিক্রয় ক্যাম্পেইন শুরু করেছে। র‌্যাংগস ইলেকট্রনিকসের অ্যাডভাইজার মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদার (অব.), চিফ ফিন্যানশিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন র‌্যাংগস ইলেকট্রনিকসের বিভাগীয় কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

ফুডপান্ডা : পান্ডা-রাইডার ঈদ কম্পিটিশনে ওমরাহ প্যাকেজ জিতে নিয়েছেন ফুডপান্ডার দুজন রাইডার। বিজয়ী রাইডার মোহাম্মদ বিল্লাল জোয়ার্দার ও মাসুম বিল্লাহ মুন্সীর জন্য বিমানের টিকিট এবং মক্কা ও মদিনায় থাকার সুব্যবস্থা নিশ্চিত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফরমটি। এ ছাড়া বাকিদের হাতে মোটরসাইকেল ও স্মার্টফোনসহ নানা আকর্ষণীয় পুরস্কার তুলে দেয় ফুডপান্ডা। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুজুকি বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ উৎসব অফার সুজুকি ঈদ ফেস্ট। ক্রেতারা সীমিত সময়ের এই অফারে সুজুকির বিভিন্ন মডেলের মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই অফারে জিক্সার মনোটোন এখন দুই লাখ পাঁচ হাজার ৯৫০ টাকার পরিবর্তে মাত্র এক লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার মনোটোন ক্লাসিক প্লাস দুই লাখ আট হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ দুই হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক।

জিক্সার কার্ব ডিস্ক দুই লাখ ৩৭ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৩২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই ডিস্ক দুই লাখ ৪৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৪২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে সাত হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই এবিএস দুই লাখ ৭৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৭৩ হাজার ৯৫০ টাকা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ