অ্যালুমিনিয়াম ও ইস্পাতে মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে পাল্টা পদক্ষেপ নিয়েছে তা রদ না করলে তাদের মদে ২০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, গত বুধবার ইইউ মার্কিন মদে ৫০ শতাংশ শুল্ক বসানোর যে ঘোষণা দিয়েছে অবিলম্বে তা রদ করা না হলে যুক্তরাষ্ট্র ইইউ থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।
ট্রাম্প লিখেছেন, ‘যদি এই শুল্ক অবিলম্বে সরিয়ে ফেলা না হয়, তাহলে ফ্রান্স ও ইইউয়ের প্রতিনিধিত্ব করা অন্যান্য দেশ থেকে আমদানীকৃত মদ, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহলিক পণ্যে শিগগিরই ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এটি আমাদের ওয়াইন ও শ্যাম্পেন শিল্পের জন্য দারুণ হবে।
’
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ট্রাম্প প্রশাসনের ২৫ শতাংশ শুল্ক গত বুধবার থেকে কার্যকর হয়েছে, যাকে ‘অন্যায্য’ অ্যাখ্যা দিয়ে সেদিনই দুই হাজার ৮০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক বসায় ইইউ। এই পাল্টা শুল্ক এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। এদিকে ট্রাম্পের হুমকির মুখে মাথা নত না করার অঙ্গীকার করেছেন ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী।
যুক্তরাষ্ট্রে শীর্ষ ওয়াইন রপ্তানিকারক দেশ ফ্রান্স।
গত বছর তারা ট্রাম্পের দেশে দুই হাজার ৫০০ কোটি ডলার মূল্যের ওয়াইনই বেচেছে, বলছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য। ইতালি রপ্তানি করেছে দুই হাজার ৩০০ কোটি ডলারের মদ।
ফরাসি বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘ট্রাম্প বাণিজ্যযুদ্ধ বাড়িয়ে তুলছেন। এটি তিনিই শুরু করেছিলেন।
ফ্রান্স পাল্টা জবাব দেবে। আমরা হুমকির সামনে মাথা নত করব না, নিজেদের শিল্প রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ইইউ কমিশনের বাণিজ্যবিষয়ক মুখপাত্র অলফ গিল যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের আহবান জানান। তিনি বলেন, ‘আমরা আলোচনায় বসতে চাই। ভবিষ্যতে শুল্ক এড়াতে চাই।
এই শুল্কের লড়াইয়ে সবাই হারতে যাচ্ছে। আমরা উইন-উইন ফলাফলে নজর দিতে চাই।’
গত বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইইউয়ের পাল্টা শুল্কের কড়া জবাব দেবে যুক্তরাষ্ট্র। অবশ্যই আমি এর জবাব দেব।’ সূত্র : এএফপি