বেলুচিস্তানে ট্রেনে হামলা নিয়ে বিরোধে জড়াল পাকিস্তান-ভারত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বেলুচিস্তানে ট্রেনে হামলা নিয়ে বিরোধে জড়াল পাকিস্তান-ভারত

বেলুচিস্তান অঞ্চলে চার শরও বেশি যাত্রীবাহী ট্রেনে হামলা এবং যাত্রীদের জিম্মি করার ঘটনায় ভারতের দিকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান। তবে ভারত এমন অভিযোগ নাকচ করে দিয়েছে। ট্রেন হামলার ঘটনা ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।  গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে বেলুচিস্তানে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক  বলে অভিহিত করেন।

জাফর এক্সপ্রেসে সর্বশেষ হামলা ভারতের একই নীতির ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি।

আইএসপিআরের ডিজি বলেন, বেলুচিস্তানে সর্বশেষ হামলা এবং অতীতে সংঘটিত অন্যান্য সন্ত্রাসী ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে, এই হামলার প্রধান পৃষ্ঠপোষক হলো আপনার পূর্ব প্রতিবেশী। সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও উপস্থিত ছিলেন। 

এদিকে বেলুচিস্তানে ট্রেনে হামলা নিয়ে ইসলামাবাদের  অভিযোগ খারিজ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্র : জিও নিউজ, বিবিসি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

মণিপুর যাচ্ছেন না অমিত শাহ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মণিপুর যাচ্ছেন না অমিত শাহ

প্রায় দুই বছর ধরে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। সেখানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির না-যাওয়া নিয়ে প্রায়ই কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করে চলেছেন বিরোধীরা। সেই আবহে তিন দিনের সফরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁর সফরসূচিতে নেই মণিপুর।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই অমিত শাহর যে সফরসূচি প্রকাশ করেছে, তাতে মণিপুরের কোনো উল্লেখ নেই। স্থানীয় সময় শুক্রবার রাতেই আসামের যোরহাটে পৌঁছাবেন তিনি। সেখান থেকে যাবেন গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। জায়গাটি যোরহাটের ঠিক পাশেই।
দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত যাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাচিত বারফুকান পুলিশ ব্যারাকের প্রথম দফার সংস্কারের কাজ সম্প্রতি শেষ হয়েছে। আজ শনিবার সকালে সেটিরই উদ্বোধন করার কথা অমিত শাহর। দেড়গাঁওয়ের কর্মসূচি শেষ করে তিনি রওনা দেবেন মিজোরামের উদ্দেশে।
আজ সন্ধ্যায় তাঁর ফিরে আসার কথা গুয়াহাটিতে। রাত যাপন করার কথা সেখানেই। এরপর আগামীকাল রবিবার সকালে তাঁর যাওয়ার কথা আসামের কোকরাঝাড়ের দটমায়। সেখানে একটি ছাত্রসংগঠনের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে উপস্থিত থাকার কথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও।
এরপর বিকেলে গুয়াহাটি ফিরে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা অমিত শাহর। সূত্র : আনন্দবাজার পত্রিকা

প্রাসঙ্গিক
মন্তব্য
সংক্ষিপ্ত

পারমাণবিক আলোচনায় ইরানের পাশে চীন-রাশিয়া

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পারমাণবিক আলোচনায় ইরানের পাশে চীন-রাশিয়া

চীন, রাশিয়া ও ইরানের কূটনীতিকদের মধ্যে গতকাল শুক্রবার বৈঠক হয়েছে। বেইজিংয়ের আশা, এ বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করা যাবে। ২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান। এ চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। ওয়াশিংটনের সরে যাওয়ার পরও এক বছর ধরে তেহরান ওই চুক্তি মেনে চলেছিল। পরে তারাও তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে।
চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা তখন থেকে ভেস্তে যায়। বেইজিং বলেছে, তারা আশা করে কম সময়ের মধ্যে ওই আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতার প্রয়োজন, তা আজকের আলোচনার মধ্য দিয়ে দৃঢ় হবে। সূত্র : এএফপি

মন্তব্য

জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ

শেয়ার
জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ

রমজানে জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে গতকাল জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।     ছবি : এএফপি

 

মন্তব্য

ইউরোপের মদে ২০০% শুল্ক বসানোর হুমকি যুক্তরাষ্ট্রের

    মার্কিন মদে ইইউয়ের শুল্ক বসানোর পাল্টা পদক্ষেপ নত না হওয়ার অঙ্গীকার ফ্রান্সের
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইউরোপের মদে ২০০% শুল্ক বসানোর হুমকি যুক্তরাষ্ট্রের

অ্যালুমিনিয়াম ও ইস্পাতে মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে পাল্টা পদক্ষেপ নিয়েছে তা রদ না করলে তাদের মদে ২০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, গত বুধবার ইইউ মার্কিন মদে ৫০ শতাংশ শুল্ক বসানোর যে ঘোষণা দিয়েছে অবিলম্বে তা রদ করা না হলে যুক্তরাষ্ট্র ইইউ থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।

ট্রাম্প লিখেছেন, যদি এই শুল্ক অবিলম্বে সরিয়ে ফেলা না হয়, তাহলে ফ্রান্স ও ইইউয়ের প্রতিনিধিত্ব করা অন্যান্য দেশ থেকে আমদানীকৃত মদ, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহলিক পণ্যে শিগগিরই ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এটি আমাদের ওয়াইন ও শ্যাম্পেন শিল্পের জন্য দারুণ হবে।

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ট্রাম্প প্রশাসনের ২৫ শতাংশ শুল্ক গত বুধবার থেকে কার্যকর হয়েছে, যাকে অন্যায্য অ্যাখ্যা দিয়ে সেদিনই দুই হাজার ৮০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক বসায় ইইউ। এই পাল্টা শুল্ক এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। এদিকে ট্রাম্পের হুমকির মুখে মাথা নত না করার অঙ্গীকার করেছেন ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে শীর্ষ ওয়াইন রপ্তানিকারক দেশ ফ্রান্স।

গত বছর তারা ট্রাম্পের দেশে দুই হাজার ৫০০ কোটি ডলার মূল্যের ওয়াইনই বেচেছে, বলছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য। ইতালি রপ্তানি করেছে দুই হাজার ৩০০ কোটি ডলারের মদ।

ফরাসি বাণিজ্যমন্ত্রী বলেছেন, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ বাড়িয়ে তুলছেন। এটি তিনিই শুরু করেছিলেন।

ফ্রান্স পাল্টা জবাব দেবে। আমরা হুমকির সামনে মাথা নত করব না, নিজেদের শিল্প রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ইইউ কমিশনের বাণিজ্যবিষয়ক মুখপাত্র অলফ গিল যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের আহবান জানান। তিনি বলেন, আমরা আলোচনায় বসতে চাই। ভবিষ্যতে শুল্ক এড়াতে চাই।

এই শুল্কের লড়াইয়ে সবাই হারতে যাচ্ছে। আমরা উইন-উইন ফলাফলে নজর দিতে চাই।

গত বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইইউয়ের পাল্টা শুল্কের কড়া জবাব দেবে যুক্তরাষ্ট্র। অবশ্যই আমি এর জবাব দেব। সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ