নিরাপত্তা ও সক্ষমতা বাড়বে চট্টগ্রাম বন্দরের

  • ইইউয়ের মেরিটাইম সিঙ্গল উইন্ডো ‘আইওআরআইএস’ চালু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
নিরাপত্তা ও সক্ষমতা বাড়বে চট্টগ্রাম বন্দরের

সমুদ্র নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় মেরিটাইম তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ ও মেরিটাইম সংক্রান্ত সিঙ্গল উইন্ডো খ্যাত ইন্দো-প্যাসিফিক ইনফরমেশন শেয়ারিং টুল (আইওআরআইএস) প্ল্যাটফর্ম চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশসহ সমগ্র অঞ্চলের নৌ নিরাপত্তাব্যবস্থা আরো আধুনিক ও কার্যকর করা। ফলে আধুনিক ও নিরাপদ এই অনলাইন প্ল্যাটফর্মের যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম বন্দর।

আইওআরআইএস হলো ইউরোপীয় ইউনিয়নের একটি মেরিটাইম ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম, যা ২০১৮ সালে প্রথম চালু হয়।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু তথ্য আদান-প্রদান ছাড়াও রিজিওনাল থ্রেট, হিউম্যান ট্রাফিকিং, নৌপথে অবৈধ চোরাচালান এবং নৌপথের বিভিন্ন অপরাধ সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে জানতে ও জানাতে পারবে একে অপরকে। মেরিটাইম সিঙ্গল উইন্ডো ধারণাকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও যুগোপযোগী ও বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে।

গত ৩ থেকে ১৩ মার্চ চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্দো-প্যাসিফিক ইনফরমেশন শেয়ারিং টুল (আইওআরআইএস) বিষয়ক দুটি বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, এই প্রশিক্ষণ বাংলাদেশের মেরিটাইম সেক্টরের সম্ভাবনাকে আরো সুদৃঢ় করবে এবং জলদস্যুতা, অবৈধ চোরাচালান ও সাইবার হুমকির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, বাংলাদেশে মেরিটাইম সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো ছয়জন মেরিটাইম সিঙ্গল উইন্ডো প্রশিক্ষক তৈরি করা সম্ভব হয়েছে, যাঁরা ভবিষ্যতে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণ দিতে সক্ষম হবেন।

এই প্রশিক্ষণের ফলে চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য বন্দর আইওআরআইএস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারবে, যা আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা আইএমওর এফএএল কনভেনশন বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের ক্রিমারিও-২ প্রকল্প, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং বাংলাদেশ নৌবাহিনী সক্রিয় ভূমিকা রাখে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ারসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

সিলেটের কানাইঘাটে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে কাওসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।

একই ভেন্যুতে পছন্দের সব ধরনের খাবারসামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ