সংক্ষিপ্ত

আটাবে প্রশাসক চায় ট্রাভেল এজেন্টদের একটি অংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আটাবে প্রশাসক চায় ট্রাভেল এজেন্টদের একটি অংশ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান কমিটি বাতিল ও টাস্কফোর্স থেকে বহিষ্কার করে প্রশাসক নিয়োগের আবেদন করেছে ট্রাভেল এজেন্টদের একটি গ্রুপ। আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক মো. গোফরান চৌধুরী মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) বরাবর এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আটাবের বর্তমান সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ্ আওয়ামী লীগপন্থী এবং তাঁরা বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছেন। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টারে চলছে কোটিপতি হোন অফার। এই অফারের আওতায় ক্রেতারা পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলে পাবেন বিভিন্ন ধরনের উপহার ও মূল্যছাড় সুবিধা। এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, এই অফারে আমরা সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সঙ্গে একটি ফ্রি অফারের বিজয়ী পেয়েছি।

মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো পণ্য কিনলে গ্রাহকরা পাচ্ছেন গিফট বক্স। ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯০০ টাকায়। এর সঙ্গে থাকছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। এ ছাড়া নির্দিষ্ট মডেলের এলইডি টিভিতে রয়েছে ৫৩ শতাংশ মূল্যছাড়।
মিনিস্টার ফ্রিজে থাকছে ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড়। এসি কিনলে পাওয়া যাবে ১২ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা।

 

 

মন্তব্য

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ
ইকবাল আহমেদ

ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইকবাল আহমেদ। এ ছাড়া তিনি সীমার্ক গ্রুপ অব কম্পানিজ এবং আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

সিলেটের বাসিন্দা ইকবাল আহমেদের সীমার্ক গ্রুপ আজ বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে। ১৯৭৬ সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কম্পানি (বর্তমানে আইবিসিও লিমিটেড) তৈরি করেন। কম্পানিটি হিমায়িত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ করে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ