সংক্ষিপ্ত

শিল্প এলাকায় ব্যাংক শুক্র-শনিবারও খোলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিল্প এলাকায় ব্যাংক শুক্র-শনিবারও খোলা

ঈদের ছুটিতে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার। নির্দেশনা অনুযায়ী, ২৮ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টারে চলছে কোটিপতি হোন অফার। এই অফারের আওতায় ক্রেতারা পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলে পাবেন বিভিন্ন ধরনের উপহার ও মূল্যছাড় সুবিধা। এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, এই অফারে আমরা সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সঙ্গে একটি ফ্রি অফারের বিজয়ী পেয়েছি।

মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো পণ্য কিনলে গ্রাহকরা পাচ্ছেন গিফট বক্স। ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯০০ টাকায়। এর সঙ্গে থাকছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। এ ছাড়া নির্দিষ্ট মডেলের এলইডি টিভিতে রয়েছে ৫৩ শতাংশ মূল্যছাড়।
মিনিস্টার ফ্রিজে থাকছে ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড়। এসি কিনলে পাওয়া যাবে ১২ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা।

 

 

মন্তব্য

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ
ইকবাল আহমেদ

ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইকবাল আহমেদ। এ ছাড়া তিনি সীমার্ক গ্রুপ অব কম্পানিজ এবং আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

সিলেটের বাসিন্দা ইকবাল আহমেদের সীমার্ক গ্রুপ আজ বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে। ১৯৭৬ সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কম্পানি (বর্তমানে আইবিসিও লিমিটেড) তৈরি করেন। কম্পানিটি হিমায়িত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ করে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ