(আয়াত : ৩৮)
সুরা দাহর
এ সুরায় আখিরাতের আলোচনা গুরুত্ব পেয়েছে। কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ তা জানানো হয়েছে।
আদেশ-নিষেধ-হিদায়াত
১. জান্নাতবাসীরা দুনিয়ায় কর্তব্যপরায়ণ হয়। (আয়াত : ৭)
২. জান্নাতবাসীরা দুনিয়ায় মানবিক হয়। (আয়াত : ৮)
৩. কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। (আয়াত : ৯)
৪. মানুষের প্রচেষ্টার স্বীকৃতি দাও। (আয়াত : ২২)
৫. সকাল-সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো। (আয়াত : ২৫-২৬)
৬. পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ো না। (আয়াত : ২৭)
সুরা মুরসালাত
সুরায় পুনরুত্থানের প্রাথমিক বিষয়াবলি, আল্লাহর কুদরত ও একত্ববাদের দলিল উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কাফিরদের ভর্ত্সনা করা হয়েছে।
আদেশ-নিষেধ-হিদায়াত
১. মানবদেহের কাঠামো সুনিপুণ। (আয়াত : ২৩)
২. কিয়ামতের দিন মানুষের কণ্ঠস্বর থেমে যাবে। (আয়াত : ৩৫-৩৬)
৩. দুনিয়ার সুখ-ভোগ সাময়িক। (আয়াত : ৪৬)
সুরা নাবা
১. নির্ধারিত সময়েই কিয়ামত হবে। (আয়াত : ১৭-১৮)
২. পরকাল অস্বীকার কোরো না। (আয়াত : ২৭-২৮)
৩. আল্লাহ সব কিছু সংরক্ষণ করেন। (আয়াত : ২৮)
সুরা নাজিয়াত
১. অবিশ্বাসীদের জীবন কেড়ে নেওয়া হয় নির্মমভাবে। (আয়াত : ১)
২. মুমিনের জীবনাবসান হয় কোমলভাবে। (আয়াত : ২)
৩. আত্মশুদ্ধিতে আগ্রহী হও। (আয়াত : ১৮-১৯)
সুরা আবাসা
১. কে সুপথ পাবে তা কেউ জানে না। (আয়াত : ১-৩)
২. কাউকে পরিশুদ্ধ করা প্রচারকের দায়িত্ব নয়। (আয়াত : ৬-৭)
৩. দ্বিন প্রচারকরা কাউকে উপেক্ষা করবে না। (আয়াত : ৮-১১)
৪. কোরআন শেখার অধিকার সবার। (আয়াত : ১২-১৪)
৫. খাদ্য নিয়ে চিন্তা করো না। (আয়াত : ২৪-২৭)
সুরা তাকভির
১. মেয়ে ভ্রূণ হত্যা কোরো না। (আয়াত : ৮-৯)
২. কোরআনের বাহকরা ইহকালে ও পরকালে সম্মানিত। (আ : ১৯)
৩. কোরআনের পথ পরিহার কোরো না। (আয়াত : ২৬-২৭
৪. মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছাধীন। (আয়াত : ২৯)
সুরা ইনফিতার
১. স্রষ্টা সম্পর্কে বিভ্রান্ত হয়ো না। (আয়াত : ৬)
২. সুঠাম দেহ আল্লাহর দান। (আয়াত : ৭)
সুরা মুতাফফিফিন
১. ওজনে কম দিয়ো না। (আয়াত : ১-৩)
২. পুনরুত্থান দিবস ভুলে যেয়ো না। (আয়াত : ৪-৬)
৩. পাপ মানবহৃদয় কলুষিত করে। (আয়াত : ১৩-১৪)
সুরা ইনশিকাক
১. আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো। (আয়াত : ৬)
২. পুণ্যবানদের হিসাব সহজ হবে। (আয়াত : ৭-৮)
৩. জীবনের পথে এগিয়ে যাও ধীরে ধীরে। (আয়াত : ১৮-১৯)
সুরা বুরুজ
১. বিশ্বাসীরা যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছে। (আয়াত : ৮)
২. জগতের সর্বময় কর্তৃত্ব আল্লাহর। (আয়াত : ৯)
৩. মুমিনের প্রতি অবিচার কোরো না। (আয়াত : ১০)
৪. আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। (আয়াত : ১২-১৩)
সুরা তারিক
১. মহাপরীক্ষার দিন মানুষ বন্ধু পাবে না। (আয়াত : ৯-১০)
২. কোরআন মীমাংসাকারী বাণী। (আয়াত : ১৩-১৪)
সুরা আলা
১. আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। (আয়াত : ১-২)
২. সৃষ্টির বিকাশ আল্লাহর নিয়ন্ত্রণে। (আয়াত : ৩-৫)
৩. হতভাগ্যরা উপদেশ অস্বীকার করে। (আয়াত : ১১-১৩)
সুরা আলা, গাশিয়া ও ফজর
১. আত্মশুদ্ধি সাফল্যের পথ। (আলা : ১৪-১৫)
২. পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ো না। (আলা : ১৬-১৭)
৩. জান্নাতিরা কর্ম-সাফল্যে পরিতৃপ্ত হবে। (গাশিয়া : ৮-১০)
৪. এতিমকে সম্মান করো। (ফাজর : ১৭)
৫. অভাবগ্রস্তদের খাবার দাও। (ফাজর : ১৮)
৬. উত্তরাধিকারীদের প্রাপ্য বুঝিয়ে দাও। (ফাজর : ১৯-২০)
৭. প্রশান্তচিত্তে দ্বিন আল্লাহর ইবাদত করো। (ফাজর : ২৭-২৮)
সুরা বালাদ, শামস ও লায়ল
১. সম্পদের অন্যায় ব্যবহার কোরো না। (বালাদ : ৬-৭)
২. দেহ-প্রত্যঙ্গ আল্লাহর দান। তাই মানুষ চাইলেই তার অপব্যবহার করতে পারে না। (বালাদ : ৮-১০)
৩. দুর্ভিক্ষে খাদ্যদান করো। (বালাদ : ১২-১৬)
৪. মুমিন পরস্পরকে সাহস জোগায়। (বালাদ : ১৭-১৮)
৫. আত্মশুদ্ধি অর্জনকারীই সফল। (শামস : ৯-১০)
৬. মানুষের কর্মপ্রচেষ্টা বিভিন্ন। (লায়ল : ৩-৪)
৭. কার্পণ্য জীবনকে কঠিন করে। (লায়ল : ৮-১০)
৮. দান আত্মাকে পরিশুদ্ধ করে। (লায়ল : ১৮-১৯)
সুরা দুহা, তীন ও আলাক
১. মুমিন সুদিনের আশা রাখে। (দুহা : ৩-৪)
২. এতিমকে আশ্রয় দাও। (দুহা : ৬)
৩. সাহায্যপ্রার্থীর প্রতি কঠোর হয়ো না। (দুহা : ৯-১০)
৪. কর্মদোষে মানুষ হীনতমে পরিণত হয়। (তীন : ৪-৫)
৫. পাঠ করো মহান স্রষ্টা আল্লাহর নামে। (আলাক : ১)
৬. নামাজে বাধা দিয়ো না। (আলাক : ৯-১০)
সুরা কাদর, বাইয়িনা ও জিলজাল
১. কদরের রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি। (কাদর : ১-৩)
২. কোরআন মানুষকে সঠিক বিধান দিয়েছে। (বাইয়িনা : ২-৩)
৩. বিশুদ্ধ মনে আল্লাহর ইবাদত করো। (বাইয়িনা : ৫)
৪. কিয়ামতে মানুষ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হবে। (জিলজাল : ৬)
৫. অণু পরিমাণ পাপেরও হিসাব হবে। (জিলজাল : ৭-৮)
সুরা আদিয়াত, কারিআ ও তাকাসুর
১. সম্পদে আসক্ত হয়ো না। (আদিয়াত : ৮-৯)
২. নেকের পাল্লা ভারী করো। (কারিআ : ৬-৭)
৩. প্রাচুর্যের প্রতিযোগিতা কোরো না। (তাকাসুর : ১-২)
৪. জ্ঞান মানুষকে মোহমুক্ত করে। (তাকাসুর : ৫)
আসর, হুমাজা, ফিল, কুরাইশ ও মাউন
১. ধৈর্য মানুষকে ক্ষতিমুক্ত রাখে। (আসর : ২-৩)
২. মানুষের নিন্দা কোরো না। (হুমাজা : ১)
৩. অর্থ মানুষকে অমর করে না। (হুমাজা : ৬-৮)
৪. আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করেন। (ফিল : ১-২)
৫. নিরাপত্তা আল্লাহর হাতে। (কুরাইশ : ৩-৪)
৬. অভাবগ্রস্তকে খাদ্য দাও। (মাউন : ৩)
৭. লোক-দেখানোর জন্য ইবাদত কোরো না। (মাউন : ৪-৬)
সুরা কাউসার, কাফিরুন ও নাসর
১. কোরবানি করো আল্লাহর নামে। (কাউসার : ১-২)
২. ইসলামের ওপর অটল থাকো। (কাফিরুন : ৫-৬)
৩. আল্লাহর সাহায্যে দ্বিন অগ্রসর হয়। (নাসর : ১-২)
৪. আল্লাহর মহিমা ঘোষণা করো। (নাসর : ৩)
লাহাব, ইখলাস, ফালাক ও নাস
১. সম্পদ আল্লাহর শাস্তি রোধ করতে পারে না। (লাহাব : ১-৩)
২. কেউ আল্লাহর সমতুল্য নয়। (ইখলাস : ৩-৪)
৩. আল্লাহর আশ্রয় কামনা কোরো। (ফালাক : ১-২)
৪. অন্ধকার রাতের অনিষ্ট থেকে বাঁচো। (ফালাক : ৩)
৫. হিংসুকের হিংসা থেকে সাবধান। (ফালাক : ৫)
৬. কুমন্ত্রণাদাতা থেকে আত্মরক্ষা করো। (নাস : ৪)
৭. কুমন্ত্রণা দেয় মানুষ ও জিন। (নাস : ৫-৬)
গ্রন্থনা : মুফতি আতাউর রহমান