<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, সরকার যত দিন চাইবে, সেনাবাহিনী তত দিন বেসামরিক প্রশাসনের সহযোগিতায় দায়িত্ব পালন করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার শেরপুরে সেনা ক্যাম্প পরিদর্শন করার সময় সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।। গতকাল সকাল ১১টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পে তিনি অবতরণ করেন। পরে  সেনাপ্রধান উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বেসামরিক প্রশাসনের সহযোগিতার জন্য সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে। এরই মধ্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় সেনাপ্রধান সেনা সদস্যদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. শামীমুল হক, কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মুজিবুর রহমান। শেরপুরে তাঁদের স্বাগত জানান ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসীহুর রহমান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেনারেল ওয়াকার-উজ-জামান পরে স্টেডিয়াম মিলনায়তনে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে অবগত হন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় সংসদ সদস্য (শেরপুর-১) ছানুয়ার হোসেন ছানু, সংসদ সদস্য (শেরপুর-৩) এ ডি এম শহীদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া উপস্থিত ছিলেন। আরো ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার, আনসার-ভিডিপি কমান্ড্যান্ট প্রমুখ। প্রায় এক ঘণ্টার সফর শেষে সেনাপ্রধান ময়মনসিংহের গৌরীপুরের উদ্দেশে হেলিকপ্টারে শেরপুর ত্যাগ করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত  সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। নরসিংদীতে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p> </p>