<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগঠিত কোটাবিরোধী আন্দোলন দমনে আওয়ামী লীগ কুৎসিত পথ অনুসরণ করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ বছর ধরে চলে আসা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আমাদের দেশের ছাত্র ও যুবসমাজ যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার এক কুৎসিত পথ অনুসরণ করেছিল। অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে এবং দেশে-প্রবাসে একই সঙ্গে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির এসব কথা বলেন। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার ডেপুটি চিফ মিশন মিস ঝিনহি ব্যাকও উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন ডা. শফিকুর রহমান। ব্রিফিংয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় দক্ষিণ কোরিয়া সহযোগিতা করবে বলে দেশটির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বলে ব্রিফিংয়ে জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের আলোচনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অত্যন্ত চমৎকার হয়েছে, সন্তোষজনক হয়েছে। আমাদের মনে হয়েছে, আমাদের কথায় তাঁরা পুরোপুরি আশ্বস্ত হয়েছেন। এ সফরকালে তাঁরা বাংলাদেশের সমাজ ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতবিরোধ পাশ কাটিয়ে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য হতে পারে : বৈষম্যমুক্ত</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছোটখাটো মতবিরোধ পাশ কাটিয়ে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য হতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব বিভেদ ভুলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জোটবদ্ধ নির্বাচন সময়ের অপরিহার্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দাবি। একই অভীষ্ট লক্ষ্যে ছোটখাটো মতবিরোধ পাশ কাটিয়ে বৃহত্তর ইসলামী দলগুলোরও ঐক্য হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার জাপানের সাইতামা প্রিফেকচারের কোশিগায়া সান সিটি হলে এক সুধী সমাবেশে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাপানপ্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ওই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমদ, সমাবেশ পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ।</span></span></span></span></span></p> <p> </p>