সংযম সাধনা, সহমর্মিতা, সচেতনতা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। অথচ এ মাসেই অসংযম, স্বার্থসিদ্ধি ও বিভিন্ন অনিয়ম হয়ে থাকে। বিশেষ করে রমজান মাসকে পুঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাজারে বিভিন্ন পণ্যের সংকট সৃষ্টি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা বেড়ে যায়। মাহে রমজানের যে তাৎপর্য ও মহত্ত্ব, তা ভুলে উল্টো পথের এই প্রবণতা লজ্জাজনক।
সঠিক ওজনে পণ্য বিক্রি, ক্রেতাদের না ঠকানোর কথা, বাজারে পণ্যের সংকট সৃষ্টি না করা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কথা পবিত্র ধর্মগ্রন্থে রয়েছে। কিন্তু পবিত্র মাসে এসব ঘটনা ঘটে?
উন্নত ইসলামিক দেশগুলোতে দেখা যায়, রমজান মাস এলে বিভিন্ন পণ্যের মূল্য হ্রাসসহ বাজার ব্যবস্থাপনায় নানা সুযোগ দেওয়া হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যও থাকে সহজলভ্য।
বাংলাদেশের বাজারে কোনো জিনিসের দাম একবার বাড়লে তা আর সহজে কমে না বললেই চলে। সংশ্লিষ্ট মহল এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, সেই সঙ্গে বাস্তবায়নে তৎপর হবে—এমনটা প্রত্যাশা।
নুসরাত জাহান জেরিন
শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ, ব্রাহ্মণবাড়িয়া