২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় রাখা হয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় তিন হাজার ৬৮৬ কোটি বেশি। এর মধ্যে কর্মকর্তাদের বেতন বাবদ ১২ হাজার ৭৫৮ কোটি টাকা ও কর্মচারীদের বেতন বাবদ ২৯ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয় হবে। কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাবদ ব্যয় হবে ৩৯ হাজার ৪১৯ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে ৭৭ হাজার ৮৯৪ কোটি টাকা ব্যয় হয়।