<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রাহকদের জামানতের টাকা নিয়ে পালিয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারসা ফাউন্ডেশন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি এনজিও। গতকাল মঙ্গলবার দুপুরে ওই এনজিওর অফিসে তালা ঝুলতে দেখা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, এক সপ্তাহ আগে সলঙ্গা ডিগ্রি কলেজ পাড়ার সাবেক সেনা সদস্য শহিদুল ইসলামের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে এনজিওটির অফিস শুরু করে একটি প্রতারকচক্র। অল্প জামানতে দুই লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আশপাশের গ্রামের মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেন এনজিওটির কর্মকর্তারা। অল্প কয়েক দিনেই তাঁরা শতাধিক মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা সংগ্রহ করেন। ভুক্তভোগীরা টাকা উদ্ধারের পাশাপাশি প্রতারকদের শাস্তি দাবি করেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সলঙ্গা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>