বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিলেটে গাছের চারা রোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হন ১৫ জন। তাঁদের স্মরণে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১৫টি গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন।
উপস্থিত ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সদ্য সাবেক সভাপতি রাসেল আহমদ, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য শামীম আহমদ প্রমুখ।
বিদ্যালয়ের আঙিনাকে ছায়াশীতল করতে বিভিন্ন স্থানে লাগানো গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জাম, নিম, মেহগনি ও কদম। এর মধ্যে শহীদ মিনারের পাশে দুটি এবং মূল ভবনের সামনে একটি কৃষ্ণচূড়াগাছের চারা লাগানো হয়।
এর আগে গাছের চারা নিয়ে বিদ্যালয়ে পৌঁছলে সে খবর ছড়িয়ে পড়ে।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে চারা রোপণের কাজে যোগ দেয়। তারা নিজেরা উদ্যোগী হয়ে আশপাশের বাড়ি থেকে শাবল-কোদালসহ গাছ লাগানোর সরঞ্জাম এনে নিজেরাই কাজে লেগে পড়ে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম কালের কণ্ঠকে নিজের প্রতিক্রিয়ায় বলে, ‘আমাদের বিদ্যালয়ে গাছ না থাকায় প্রচণ্ড রোদে ক্লাস করার সময় খুব গরম লাগত। বিদ্যালয়ে গাছ লাগানো হচ্ছে জেনে চলে এলাম। গাছগুলো বড় হলে বিদ্যালয় অনেক সুন্দর দেখাবে। আমরা গাছগুলো দেখে রাখব।’
ইসলামপুর গ্রামে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ২০১৩ সালে এসে সরকারি করা হয়। প্রায় ২৭ বছর বয়সী বিদ্যালয়ের আঙিনায় গাছপালা ছিল না।
সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি তুলে ধরে তাঁর বিদ্যালয়ে গাছ লাগানোর আহবান জানান। বিষয়টি নজরে যাওয়ায় বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ সেখানে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেয়।
প্রধান অতিথি মরিয়ম জেসমিন বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আপনারা আমাদের বিদ্যালয়কে গাছগুলো দিয়ে দিয়েছেন। এ জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব, আপনারাও দোয়া করবেন যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মো. শরীফ আহমদ, সহসভাপতি মারজান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব পলাশ, সাংস্কৃতিক সম্পাদক আবু হোসাইন পুষ্প, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাঈম আহমদ, অর্থ সম্পাদক নাদিব হাসান আরমান, সহ-অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রায়হান, সদস্য রবিন চৌধুরী প্রমুখ।