ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬
শুভ কাজে সবার পাশে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চারা রোপণ

  • সিলেটের কোম্পানীগঞ্জ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চারা রোপণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল গাছের চারা রোপণ করা হয়। ছবি : কালের কণ্ঠ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিলেটে গাছের চারা রোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হন ১৫ জন। তাঁদের স্মরণে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১৫টি গাছের চারা রোপণ করা হয়।

চারা রোপণএ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন।

উপস্থিত ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সদ্য সাবেক সভাপতি রাসেল আহমদ, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য শামীম আহমদ প্রমুখ।

বিদ্যালয়ের আঙিনাকে ছায়াশীতল করতে বিভিন্ন স্থানে লাগানো গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জাম, নিম, মেহগনি ও কদম। এর মধ্যে শহীদ মিনারের পাশে দুটি এবং মূল ভবনের সামনে একটি কৃষ্ণচূড়াগাছের চারা লাগানো হয়।

এর আগে গাছের চারা নিয়ে বিদ্যালয়ে পৌঁছলে সে খবর ছড়িয়ে পড়ে।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে চারা রোপণের কাজে যোগ দেয়। তারা নিজেরা উদ্যোগী হয়ে আশপাশের বাড়ি থেকে শাবল-কোদালসহ গাছ লাগানোর সরঞ্জাম এনে নিজেরাই কাজে লেগে পড়ে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম কালের কণ্ঠকে নিজের প্রতিক্রিয়ায় বলে, আমাদের বিদ্যালয়ে গাছ না থাকায় প্রচণ্ড রোদে ক্লাস করার সময় খুব গরম লাগত। বিদ্যালয়ে গাছ লাগানো হচ্ছে জেনে চলে এলাম।
গাছগুলো বড় হলে বিদ্যালয় অনেক সুন্দর দেখাবে। আমরা গাছগুলো দেখে রাখব।

ইসলামপুর গ্রামে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ২০১৩ সালে এসে সরকারি করা হয়। প্রায় ২৭ বছর বয়সী বিদ্যালয়ের আঙিনায় গাছপালা ছিল না।

সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি তুলে ধরে তাঁর বিদ্যালয়ে গাছ লাগানোর আহবান জানান। বিষয়টি নজরে যাওয়ায় বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ সেখানে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেয়।

প্রধান অতিথি মরিয়ম জেসমিন বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে আপনারা আমাদের বিদ্যালয়কে গাছগুলো দিয়ে দিয়েছেন। এ জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব, আপনারাও দোয়া করবেন যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মো. শরীফ আহমদ, সহসভাপতি মারজান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব পলাশ, সাংস্কৃতিক সম্পাদক আবু হোসাইন পুষ্প, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাঈম আহমদ, অর্থ সম্পাদক নাদিব হাসান আরমান, সহ-অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রায়হান, সদস্য রবিন চৌধুরী প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। সেই হিসাবে ঢাকা কলেজ ক্যাম্পাসই হচ্ছে নতুন এ বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স (সদর দপ্তর)। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রশাসক পদে সাত কলেজের অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

এরপর অধ্যাপক ইলিয়াসকে প্রশাসক পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শিগগির নিয়োগ দিয়ে আদেশ জারি করা হবে। ইউজিসির একজন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী প্রশাসন গঠনের পর সাতটি কলেজে কো-অর্ডিনেশন ডেস্ক করা হবে। সেই ডেস্ক পরিচালনার দায়িত্বে থাকবেন প্রশাসক তথা ঢাকা কলেজের অধ্যক্ষ।
তাঁর নিজ কলেজে বসে তিনি সব দায়িত্ব সামলাবেন।

মন্তব্য

মুসলমানদের নিপীড়নের প্রতিবাদে আগামীকাল হেফাজতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মুসলমানদের নিপীড়নের প্রতিবাদে আগামীকাল হেফাজতের সমাবেশ

মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। গতকাল বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ এসংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে বর্বর দখলদার ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলমানদের ওপর ক্রমবর্ধমান হামলা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মুসলিম উম্মাহর এই চরম সংকটময় মুহূর্তে নীরব থাকা মানবতাবিরোধী অপরাধের শামিল। তাই শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি।

মন্তব্য

জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে গুরুতর আহত আট হাজারজনকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ দিচ্ছে ইইউ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পটি গতকাল বুধবার চালু হয়েছে। এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার।

প্রকল্পটির নাম দ্য পাথওয়েজ টু হিলিং : এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োল্যান্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস। ২০২৬ সালের আগস্টের আগ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আহতদের পুনর্বাসন ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া যাঁরা শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন, তাঁদের সহায়ক উপকরণ সরবরাহ করা হবে।
আক্রান্তদের ঔষধজাত পণ্য, অগ্রাধিকার ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে। এ ছাড়া উপার্জন খাতে বৈচিত্র্য আনতে সহায়তা করা হবে বলে জানিয়েছে ইইউর দূতাবাস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মন্তব্য

মোটরসাইকেল কিনতে এসআই-এএসআইদের সুদমুক্ত ঋণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোটরসাইকেল কিনতে এসআই-এএসআইদের সুদমুক্ত ঋণ দেবে সরকার

পুলিশের উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) র‌্যাংকের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। পুলিশের জন্য ৩৬৪টি পিকআপ ভ্যান এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা হবে। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা দূর করে সুবিধা নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার।

গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এসব তথ্য জানিয়েছেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ