<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মায়ানমারে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি আজ রবিবার কক্সবাজারে ফিরছেন। আবার একই সময়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২০ জন বিজিপি ও সেনা সদস্য ফিরে যাচ্ছেন মায়ানমারে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মায়ানমারের রাখাইনের সিতওয়ে বন্দর থেকে গতকাল শনিবার কক্সবাজারের উদ্দেশে ৮৫ জন বাংলাদেশি নাগরিক রওনা দিয়েছেন। আজ সকালে তাঁদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় নৌঘাটে পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানিয়েছেন, এবারও আগে তিন দফায় অনুষ্ঠিত প্রত্যাবাসনপ্রক্রিয়ার মতো হবে। ৮৫ বাংলাদেশিকে নিয়ে আসা মায়ানমারের প্রতিনিধিদলটি দুপুরের মধ্যে ১২০ বিজিপি ও সেনা সদস্যকে নিয়ে ফেরত যাবে। পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. রাহাত বিন কুতুব উপস্থিত থাকবেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মায়ানমারে বাংলাদেশ দূতাবাস জেলা প্রশাসনকে জানিয়েছে, গতকাল মায়ানমারের নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন ৮৫ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। আজ রবিবার সকালে এটি কক্সবাজারে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। প্রত্যাগত ৮৫ বাংলাদেশির মধ্যে ২৬ জন মায়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিনজন চকমারউ কারাগারে এবং অন্যরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টায় এ নিয়ে গত ১৫ মাসে ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।</span></span></p>