<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (ডিগ্রি পাস কোর্স) পরীক্ষা না নিয়ে অটোপাসের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি পালন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা জানান, স্নাতক (পাস) শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। তাঁদের অভিযোগ, স্নাতক (পাস) কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত ছয় থেকে সাত বছরেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ শেষ হয়নি। অথচ স্নাতক (পাস) থেকে বিসিএস বা ভালো চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য আরো দুই বছরের মাস্টার্স প্রয়োজন হয়। তাঁরা আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (পাস) কোর্সে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী বেশির ভাগই নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকে কাজকর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক সময় চাকরিও ছেড়ে দিতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁদের অনেকে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আন্দোলনে আহত এবং ট্রমায় ভোগা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। বন্যায়ও অনেকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিবেচনায় ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের সিজিপিএর ভিত্তিতে স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের দ্রুত অটোপাস দিয়ে তৃতীয় বর্ষের ফল প্রকাশের অনুরোধ জানান তাঁরা।</span></span></span></span></p> <p> </p>