<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইংল্যান্ডের পর এবার ভারত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও পর্তুগাল থেকে বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের ঢাকায় ফেরানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে পৃথক দাপ্তরিক আদেশে তাঁদের ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই পাঁচ দেশে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের আগামী ডিসেম্বর মাসে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা। এর আগেই তাঁদের বর্তমান দায়িত্ব ছেড়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনতিবিলম্বে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঢাকায় ফেরার এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান দায়িত্ব ছেড়ে যে পাঁচ কূটনীতিককে ঢাকায় ফিরতে বলা হয়েছে তাঁরা হলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী এবং পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।</span></span></span></span></p>