<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের দোসরদের পরিণতি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। সাধারণ মানুষ যাতে আপনাদের ওপর বিরক্ত না হয়, সেভাবে আপনারা কাজ করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল শনিবার ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নুরুল হক নুর আরো বলেন, বিগত সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নুর বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজির বাজারসহ সারা দেশ দখল করেছিল। তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জেলার নেতারা।</span></span></span></span></p>