<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারিগরি শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট ব্যক্তিদের করা মামলার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৩ সালে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে মামলা নিষ্পত্তি হলেও দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া বন্ধ রয়েছে। ২০১৩ সালের অনিষ্পন্ন সেই নিয়োগপ্রক্রিয়া অবিলম্বে সম্পাদনসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই আহবান জানানো হয়। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা কয়েক শ মেডিক্যাল টেকনোলজিস্ট শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন করেন। মানববন্ধনে বিপিএসএমটিএর সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মহাসচিব সিরাজুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ।</span></span></span></span></span></p>