<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় আফতাব উদ্দিন তাহসীন (২৬) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। দুর্বৃত্তরা মাইক্রোবাসে এসে গুলি করে তাঁকে হত্যা করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আফতাব উদ্দিন তাহসীন চান্দগাঁও থানার হাজিরপুল এলাকার মো. মুসার ছেলে। তিনি ইট-বালুর ব্যবসা করতেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চান্দগাঁও থানার এসআই মমিনুল হাসান কালের কণ্ঠকে জানান, বাইন্নার পোল দক্ষিণ বাড়ির সামনে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাহসীন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একটি কালো রঙের নোহা গাড়িতে করে এসে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাহসীন উদপাড়া এলাকায় তাঁর ব্যবসার জন্য আনা বালু ও ইট রাখেন। বিকেল ৪টার দিকে এক ট্রাক বালু আনা হলে তিনি সেখানে যান। কিছুক্ষণ পর একটি কালো রঙের মাইক্রোবাস সেখানে আসে। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে তাহসীনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিহত তাহসীনের ছোট ভাই মো. তানভীর বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভাই ইট-বালুর ব্যবসা করতেন। সাজ্জাদ নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে তিনি ফেসবুকে লেখালেখি করতেন। সম্প্রতি সাজ্জাদ চাঁদাও চেয়েছিল। কিন্তু আজ ভাইকে গুলি করে মেরে ফেলল। সাজ্জাদ আর কত লাশ ফেলবে? তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দগাঁও এলাকায় ছোট সাজ্জাদ ও সারোয়ার গ্রুপের মধ্যে বিরোধ ছিল। তাহসীন সারোয়ার গ্রুপের ছিলেন। তাঁর সঙ্গেও ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন কেউ কেউ।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থানীয় সূত্রে জানা গেছে, তাহসীন নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র ছিলেন। কলেজের রাজনীতিতে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>