<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ৬০ বছর পূর্ণ হয়েছে গত রবিবার। এই দিনে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় কৃষ্ণাঙ্গদের একটি গির্জায় জন্মদিন পালন করেন তিনি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় ফাস্ট ফুড রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে গ্রাহকদের সরবরাহ করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, সাত দোদুল্যমান অঙ্গরাজ্যে সম-অবস্থানে আছেন দুই প্রার্থী। অন্যদিকে দোদুল্যমান অঙ্গরাজ্যে প্রতিদিন একজন ভোটারকে ১০ লাখ ডলার দেওয়ার যে ঘোষণা ট্রাম্পের সমর্থক ইলন মাস্ক দিয়েছেন, তাকে বেআইনি আখ্যা দিয়েছেন নির্বাচনী আইন বিশেষজ্ঞ রিক হ্যাসেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সম্প্রতি বেশ কিছু অবমাননাকর বক্তব্য দিয়েছেন ট্রাম্প। গত রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন কমলা। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের আর কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিলের পেছনে দাঁড়ানো উচিত নয়। তিনি সেই অধিকার অর্জন করেননি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর আগে জর্জিয়ায় প্রচারণা চালানোর সময় আটলান্টা শহরের পার্শ্ববর্তী একটি ব্যাপ্টিস্ট গির্জায় বক্তব্য দেন কমলা। এ সময় উপস্থিত লোকজনকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে কমলা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্যরা যখন ঘৃণা ছড়ায়, ভয় বপন করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন আপনাদের সহানুভূতিশীল হতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="দোদুল্যমান অঙ্গরাজ্যে সমতায় কমলা-ট্রাম্প" height="182" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/22-10-2024/888.jpg" style="float:right" width="342" />অন্যদিকে গত রবিবার ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গিয়ে কালো-হলুদ অ্যাপ্রন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন ট্রাম্প।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় ট্রাম্প বলেন, কমলা কখনো ম্যাকডোনাল্ডসে কাজ করেননি। যদিও এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প। তবে কমলার এক বন্ধু নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, কমলা ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গ্রাহকদের ফ্রেঞ্চ ফ্রাই বিতরণের সময় ট্রাম্প বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি এই কাজটা ভালোবাসি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া গতকাল সোমবার হ্যারিকেন হেলেনে বিধ্বস্ত নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য সফরের কথা ট্রাম্পের। রাজ্যের গ্রিনভিল শহরে প্রচারণা চালানোর কথা তাঁর। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে প্রচারণা চালাবেন।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দোদুল্যমান অঙ্গরাজ্যে সমতা</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, দোদুল্যমান অঙ্গরাজ্যে সম-অবস্থানে আছেন কমলা ও ট্রাম্প। আরিজোনা, নেভাডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানে এই জরিপ চালানো হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওয়াশিংটন পোস্ট-স্কার স্কুলের জরিপে দেখা গেছে, এসব অঙ্গরাজ্যে দুজনই ৪৭ শতাংশ করে ভোটারের সমর্থন পেয়েছেন। এসব অঙ্গরাজ্যের মধ্যে আরিজোনায় ট্রাম্পের অবস্থান শক্ত, সেখানে কমলার চেয়ে ৬ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে ৬ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন কমলা।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মাস্কের অর্থ বিতরণ বেআইনি</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগামী ৫ নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে প্রতিদিন নিবন্ধিত ভোটারদের একজনকে ১০ লাখ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এরই মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করে পুরস্কার দেওয়াও শুরু করেছেন তিনি। তবে তাঁর এই ঘোষণাকে বেআইনি  আখ্যা দিয়েছেন নির্বাচনী আইন বিশেষজ্ঞ রিক হ্যাসেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইলন মাস্ক ট্রাম্পের অন্যতম সমর্থক। তাঁর </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমেরিকা প্যাক</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> কর্মসূচির কমিটির মাধ্যমে প্রতিদিন এই অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন মাস্ক। গত শনিবার পেনসিলভানিয়ায় প্রচারণা সমাবেশে এক ভোটারের হাতে চেক তুলে দিয়ে এই কর্মসূচি শুরু করেন তিনি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওই সময় ইলন মাস্ক বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন আমরা ১০ লাখ ডলার পুরস্কার দেব। আপনাদের শুধু একটি পিটিশনে সই করে সংবিধানকে সমর্থন জানাতে হবে। এটা খুবই সহজ বিষয়। আপনাকে ভোট দিতে হবে না। আপনি সংবিধানে বিশ্বাস করেন, এটা মেনে পিটিশনে সই করতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে কমলার সমর্থক জশ শ্যাপিরো এনবিসি নিউজকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অর্থ প্রদানের বিষয়টিতে নজর দেওয়া উচিত।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নির্বাচনী আইন বিশেষজ্ঞ রিক হ্যাসেন বলেন, মাস্কের অর্থ প্রদানের ঘোষণা পুরোপুরি বেআইনি। ফেডারেল আইন অনুযায়ী, ভোটের জন্য নিবন্ধন বা ভোট দিতে কেউ টাকা দিলে বা নিলে উভয়েরই সম্ভাব্য ১০ হাজার ডলার জরিমানা অথবা পাঁচ বছরের জেল হতে পারে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যদিও ইলন মাস্ক ভোটারদের একটি পিটিশনে সই করতে বলেছেন। তবে তাঁর এই কৌশলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রিক হ্যাসেন। সূত্র : এএফপি, বিবিসি</span></span></span></span></span></p> <p> </p>