<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আধিপত্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিস্তার নিয়ে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসক ও তিতুমীর কলেজের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের যোগদানকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। গতকাল সকালে গিয়ে দেখা যায়, নতুন পরিচালকের যোগদানকে কেন্দ্র করে জামায়াতপন্থী ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চিকিৎসকরা আগে থেকে অধিদপ্তরের সামনে অবস্থান নেন। দুপুরে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের চিকিৎসকরা অধিদপ্তরে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান হোসাইন এবং তিতুমীর কলেজের শিক্ষার্থী শাহরিয়ার ও যোবায়ের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংঘর্ষের পর অধিদপ্তরের সামনে আবু হানিফসহ অন্য লাইন ডিরেক্টর কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ড্যাবের নেতাকর্মীরা। তাঁরা এই নিয়োগপ্রাপ্তদের গত সরকারের দোসর হিসেবে আখ্যায়িত করেন। এ সময় এনডিএফ নেতাকর্মীরা অধিদপ্তরের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থান করছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনডিএফের স্বাস্থ্য অধিদপ্তর শাখার ফোকাল পারসন ডা. আব্দুল কাদির নোমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ (গতকাল) ড্যাব যা করেছে, খুবই ন্যক্কারজনক হয়েছে। আমাদের ওপর কেন হামলা হলো? আমরা বিশ্বাস করি, হামলাকারীরা কোনো চিকিৎসক নন। ড্যাবের একটি অংশ বহিরাগতদের ভাড়া করে এনে হামলা করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ড্যাবের স্বাস্থ্য অধিদপ্তর শাখার সভাপতি ডা. ফারুক হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিদপ্তরে আজ কোনো হামলার ঘটনা ঘটেনি। বহিরাগতদের আনা তো দূরের কথা, উল্টো আমাদের পূর্বঘোষিত কর্মসূচির জায়গা উনারা দখল করেছেন। এমনকি আমাদের টানানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এর পরও আমরা কিছু বলিনি। বরং মহাপরিচালক আমাদের কর্মসূচি স্থগিত করার কথা বলেছেন, আমরা করেছি। কিন্তু তারা (এনডিএফ) এখনো অধিদপ্তরে রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>