<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর এমন তথ্য দিয়েছে। </span></span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নতুন রোগীদের নিয়ে অক্টোবরের ৩০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৬৩৬ জন। আর এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২৭ জনের। আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা আগের সব মাসকে ছাড়িয়ে গেছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়, মৃত্যু হয় ৮০ জনের।</span></span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা মহানগরে ৩৯৭ জন, ঢাকা বিভাগে ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২, বরিশাল বিভাগে ৯৭, খুলনা বিভাগে ১৪৫, ময়মনসিংহ বিভাগে ৪৪, রাজশাহীতে ৬৫, রংপুর বিভাগে ৩৬ ও সিলেট বিভাগে দুইজন হাসপাতালে রয়েছে। এ নিয়ে চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৭৪ জন। ঢাকা মহানগরের বাইরে ৩৫ হাজার ২৫৭ জন এবং ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ২৫ হাজার ৩১৭ জন ভর্তি হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এই বয়সে আক্রান্তের হার ৪০.৮৯ শতাংশ। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯০ জনের। সবচেয়ে বেশি ১৪০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।</span></span></span></span></span></span></p>