<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে সংঘটিত হত্যাকাণ্ডে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠালে তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন হত্যা মামলার নামীয় এজাহারভুক্ত আসামি আল ইসলাম (৪৫) এবং অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে আটক নাসির। গতকাল বৃহস্পতিবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আল ইসলামের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আসামিরা রিমান্ড থেকে ফিরে এলে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় মামলার ১১ নম্বর আসামি আল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় নাসির নামের আরেকজনকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা। এর আগে বুধবার রাতে নিহতের স্বামী মিরাজুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন। এজাহারে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।</span></span></span></span></p>