<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলহত্যা দিবসে গতকাল রবিবার রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জানাতে গেলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের উপকমিটির সদস্য মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোরবেলায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জানাতে গেলে পুলিশ ও অবৈধ ইউনূস সরকারের লাঠিয়াল বাহিনীর বাধায় কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে ব্যর্থ হই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ দুটি গেট বন্ধ করে পাহারা দিচ্ছে, সঙ্গে অবৈধ ইউনূস সরকারের পেটোয়া বাহিনী। দীর্ঘ সময় চেষ্টা করেও আওয়ামী লীগের কেউ জাতীয় নেতাদের কবরস্থানে প্রবেশ করতে পারেনি। বনানী কবরস্থানে শ্রদ্ধা জ্ঞাপন করতে না পেরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়েও ফিরতে হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে জেলহত্যা দিবসে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (পুরাতন) মূল ফটকের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে জাতীয় চার নেতাকে স্মরণ করেন।</span></span></span></span></p> <p> </p>