<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোনো একটি বিশেষ দল, বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো পরিবর্ধন হবে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করে দ্বিতীয়বারের মতো আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আমেজ বিরাজমান। এর পরও বিভিন্ন চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। এ বিজয়কে ধরে রাখতে আমাদের আরো পরিশ্রম করতে হবে। যতক্ষণ না এই তত্ত্বাবধায়ক সরকার একটি রোডম্যাপের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা স্থানান্তর করা হবে, ততক্ষণ আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রায়পুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এ বি এম জিলানী, রায়পুর উপজেলার বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া প্রমুখ।</span></span></span></span></span></p>