<p>বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার ধানমণ্ডি বায়তুল আমান মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জামাল হোসেন। মাহফিলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন।  প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।</p> <p> </p>